নতুন ওয়েব সিরিজে আরিফিন শুভর নায়িকা কে

আরিফিন শুভ। ছবি: স্টার

বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৌমিক সেন, যিনি আলোচিত 'জুবিলি' সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজটি।

সিরিজ সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, সিরিজে আরিফিন শুভর সঙ্গে থাকবেন কলকাতার নায়িকা সৌরসেনী মৈত্র।

সবকিছু ঠিক থাকলে শিগগির শুটিং শুরু হবে সিরিজটির। এর প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়।

অ্যামাজন প্রাইমে ২০২৩ সালে সৌমিক সেনের 'জুবিলি' সিরিজ আলোচিত হয়েছিল। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে 'গুলাব গ্যাং', 'মহালয়া'।

Comments

The Daily Star  | English

9 killed at chemical warehouse fire in Dhaka's Rupnagar

12 fire service units currently working to douse the blaze

5h ago