বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচনে জয়ী যারা

কামরুল হাসান দর্পণ ও রাহাত সাইফুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত সাইফুল।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া সমিতির সহ-সভাপতি হয়েছেন লিটন রহমান ও সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া।

সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে নির্বাচিত অপর সদস্যরা। ছবি: সংগৃহীত

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—সেলিম কামাল, রুহুল সাখাওয়াত, শাকিল হোসেন, সাজু আহমেদ, শফিউল্লাহ সুমন, হাফিজ রহমান, পান্থ আফজাল, মহিব আল হাসান ও নিয়াজ মোর্শেদ শুভ। 

নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, 'যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি ভোটার সমাগম ঘটেছে। ভোটারদের প্রাণবন্ত উপস্থিতিতে একটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোটাররা যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।'

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, 'একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনেক বেশি দায়বদ্ধ করেছে। একই ছাতারা নিচে বাচসাস পরিবারের এই মিলনমেলায় আমরা উচ্ছ্বসিত। সবার সহযোগিতায় এই কমিটি সমৃদ্ধ বাচসাস গঠনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা প্রকাশ করছি।'

বাচসাস ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্নে এর নাম ছিল 'পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি'। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় 'বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি', সংক্ষেপে 'বাচসাস'।

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

53m ago