কলকাতার সিনেমার পোস্টারে রহস্যময় লুকে অপূর্ব

‘চালচিত্র’ সিনেমার পোস্টারে অপূর্ব। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব কলকাতায়  'চালচিত্র' নামে একটি সিনেমায় প্রথম অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। 

প্রীতম ডি গুপ্ত পরিচালিত সিনেমাটি আসন্ন বড়দিন উপলক্ষ্যে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে। 

গত অক্টোবরে মাসে 'চালচিত্র' সিনেমার টিজার প্রকাশ হয়েছিল। ৪০ সেকেন্ডের টিজার দর্শকদের মন ছুঁয়ে যায়। সিনেমায় টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীদের ভীড়ে নজর কেড়েছিলেন অপূর্ব।

আজ রোববার সকালে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অপূর্বর লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।'

এতে করে বোঝাই যাচ্ছে, হয়ত 'চালচিত্র'র কিস্তিমাত অপূর্বই করেছেন! 

প্রকাশিত লুকে দেখা যাচ্ছে, অপূর্ব মুখভর্তি খোঁচা দাড়ি। ধূসর বর্ণের চোখে তাকিয়ে হাসছেন। তার ডান চোখের উপর থেঁতলে গেছে। 

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago