ঈদ আনন্দমেলায় রুনা লায়লা

রুনা লায়লা। ছবি: সংগৃহীত

উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা এবারের ঈদে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দমেলায় থাকছেন। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাতে।

আনন্দমেলায় রুনা লায়লার কণ্ঠে শোনা যাবে ''শিল্পী আমি তোমাদের গান শোনাবো' গানটি। বিটিভির একটি সূত্রে এ তথ্য জানা গেছে। 

রুনা লায়লার পাশাপাশি এবারের আনন্দমেলায় আরও অনেক তারকা হাজির হবেন। 

অনুষ্ঠানে থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিডসহ হরেক আয়োজন। 

অনুষ্ঠান উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও ইমন। প্রায় ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস, মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। 

Comments