আনন্দমেলায় গাইবেন সাবিনা ইয়াসমিন, থাকছেন শাকিব খান

শাকিব খান

আজ ঈদের দিন রাত ১০টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা'। উপস্থাপনায় আছেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার।

অনুষ্ঠানে থাকছে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে 'আমি রজনীগন্ধা ফুলের মতো' গানটি। এছাড়াও থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা। ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান প্রথমবারের মতো অংশ নিয়েছেন আনন্দমেলায়। 'তুফান' সিনেমার গানের সঙ্গে পারফমেন্সের পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন নুসরাত ইমরোজ তিশার সঙ্গে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট তিনটি চরিত্র 'নুরজাহান', 'লায়লী' ও 'চাঁদসুলতানা'কে নিয়ে থাকছে জনপ্রিয় তিন তারকার তিনটি নৃত্য পরিবেশনা। 'চাঁদের কন্যা চাঁদসুলতানা' গানে নৃত্য পরিবেশন করেছেন আনিকা কবির শখ, 'নুরজাহান নুরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে' গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন সামিরা খান মাহি এবং 'লায়লী তোমার এসেছে ফিরিয়া' গানে নৃত্য পরিবেশন করেছেন মীম চৌধুরী। এছাড়াও কাজী নজরুলের আরেকটি গানের সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন এই তিন তারকা।

থাকছে সিনেমার গান ও ফোক গানের সঙ্গে চিত্রনায়িকা পূজা চেরী ও দীঘির কোলাজ নৃত্য। 'ওহে শ্যাম, প্রেমের বাক্স, ও দয়াল' গানের কোলাজে নেচেছেন পূজা চেরী এবং 'মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি' গানের সঙ্গে নেচেছেন দিঘী।

 রয়েছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব। এছাড়াও 'গুজব', 'গরুর হাট', 'গ্রীষ্মকালীন ফল' ও 'টেলিফোন পর্ব' নিয়ে চারটি মজার নাটিকা দেখা যাবে। অনুষ্ঠান প্রযোজনা করেছেন সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ।

Comments

The Daily Star  | English

Inaction as policy, lawlessness as outcome

The country deserves better than a government that only condemns after the fact

1h ago