৬ দিনে সালমানের ঈদের সিনেমার আয় ১০০ কোটিরও কম

সিকান্দার সিনেমাতে সালমান খান ও রাশমিক মান্দানা। ছবি: সংগৃহীত

এবার ঈদে বলিউড সুপারস্টার সালমান খান 'সিকান্দার' নিয়ে পর্দায় হাজির হয়েছেন। তার ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো ভাইজানের দারুণ একটা প্রত্যাবর্তন হবে। কিন্তু বক্স অফিসে সুবিধা করতে পারলেন না ভাইজান।

স্যাকনিল্কের মতে, ঈদ উপলক্ষে সিনেমাটি মুক্তি পায় গত ৩০ মার্চ রোববার। যার কারণে সিকান্দার প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। ৬ দিনে সিনেমাটি ভারতে মাত্র ৯৪ কোটি রুপি আয় করেছে। প্রথম শুক্রবারে আয় করেছে মাত্র ৩.৫ কোটি রুপি।

সালমান খানের সিনেমার যে এমন অবস্থা হবে তা বোধহয় কেউ ভাবেননি। সালমানের শেষ সিনেমা 'টাইগার ৩'  ষষ্ঠ দিনে ১৩.২৫ কোটি রুপি আয় করেছিল।

Comments