‘বড় ছেলে’ নাটকের রেকর্ড ভাঙল যে নাটক

শ্বশুর বাড়িতে ঈদ
শ্বশুর বাড়িতে ঈদ নাটকে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

ভিউয়ের দিক থেকে এতদিন ইউটিউব নাটকের শীর্ষে ছিল ৮ বছর আগে প্রচারিত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত 'বড় ছেলে'। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটির ইউটিউবে এখন পর্যন্ত ভিউ সংখ্যা ৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার। দেশের যেকোনো নাটকের হিসেবেই এই সংখ্যাটা ছিল সর্বোচ্চ।

তবে চলতি সপ্তাহে অপূর্ব-মেহজাবীনের 'বড় ছেলে'কে পেছনে ফেলেছে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত 'শ্বশুর বাড়িতে ঈদ' নাটক। বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত এ নাটকের ভিউ ৫ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার।

'বড় ছেলে' নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বাবা একজন স্কুল শিক্ষক। এক সময় বাবার অবসর নেওয়ার সময়ও আসে চলে। এরপর পরিবারের আয়ের উৎস হিসেবে হাল ধরতে হয় বড় ছেলেকেই। বড়লোকের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এক পর্যায়ে তিনি তার বাবা-মার কাছে বিয়ে না করা নিয়ে কোনো অজুহাতই দেখাতে পারেন না। এদিকে রাশেদ অনেক চেষ্টা করেও চাকরি পান না। বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে তারা একটি সিদ্ধান্তে আসেন।

অন্যদিকে শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে 'শ্বশুর বাড়িতে ঈদ' নাটকের গল্প। বিয়ের পর দূরে থাকলেও শ্বশুর বাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়েন জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এজন্যই নাটকটি দর্শক পছন্দ করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই নাটকে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago