‘নীলচক্র’ নিয়ে আসছেন আরিফিন শুভ

আরিফিন শুভ
ছবি: সংগৃহীত

অন্ধকার, আতঙ্ক আর রহস্যের গল্প নিয়ে ঈদুল আজহায় আসছে আরিফিন শুভ অভিনীত 'নীলচক্র' সিনেমাটি।

সিনেমাটির দুই মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একের পর এক ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ছে। আতঙ্ক ছড়াচ্ছে শহরের অলিগলিতে। কারা করছে এ কাজ? সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে এক অদৃশ্য চক্র—যাদের মুখোশ উন্মোচনে নামছেন কেউ একজন।

পরিচালক মিঠু খান বলেন, 'আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে। একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না।'

আরিফিন শুভ নিজের ফেসবুকে ট্রেলার শেয়ার করে লিখেছেন, 'একটা ভিডিও বদলে দিচ্ছে জীবনের গতিপথ…'

এই ঈদে 'নীলচক্র' মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন সিনেমা হলে। সিনেমার অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী ঊর্বী, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মাসুম রেজওয়ান। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

12m ago