‘এমন চরিত্রে আগে অভিনয় করা হয়নি’

শবনম বুবলী। ছবি: স্টার

শবনম বুবলি গত ঈদে মুক্তি পাওয়া 'জংলি' সিনেমায় প্রশংসিত হয়েছেন।  আসন্ন ঈদুল আজহায় 'সর্দারবাড়ির খেলা' সিনেমায় দেখা যাবে তাকে।

এরমধ্যেই জানা গেল 'শাপলা শালুক' সিনেমায় শুটিং করছেন এই জনপ্রিয় তারকা। ওই সিনেমার পরিচালনায় রয়েছেন রাশেদা আক্তার লাজুক।

সিনেমাটিতে শবনম বুবলির বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে শুটিং চলছে সিনেমাটির।

Bubly
চিত্রনায়িকা বুবলি, ছবি: সংগৃহীত

শবনম বুবলি জানালেন, 'এখানে দারুণ লোকেশনে শুটিং হচ্ছে, খুবই দারুণ পরিবেশ। এই লোকেশন দর্শক খুব পছন্দ করবে। যেকোনো সিনেমায় অভিনয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র ও চিত্রনাট্যের বিষয়গুলোতে গুরুত্ব দিই। এখানে আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এমন চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।'

শাপলা শালুক সিনেমায় বুবলি ও সজলের পাশাপাশি সুমন আনোয়ার, দিলরুবা দোয়েলসহ আরও অনেকেই অভিনয় করছেন। 

বুবলি। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

10m ago