যেখানেই যাচ্ছি চরিত্রটির জন্য প্রশংসা পাচ্ছি: তারিক আনাম

তারিক আনাম খান। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান। 'লাল সবুজের পালা' সিনেমায় কবরীর বিপরীতে নায়ক হয়েছিলেন। টেলিভিশন নাটকের সোনালি সময়ে অনেক আলোচিত নাটকে অভিনয় করেছেন। 'তথাপি' নাটকে লাট ভাই চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন।

এবারের ঈদে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়েছে। কিছু নাটকের জন্য দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি। বিশেষ করে 'সম্মান' নাটকে শিক্ষকের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়োচ্ছেন। নাটকটি পরিচালনা করেছেন তপু খান।

এবারের ঈদে তার অভিনীত 'উৎসব' সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাটিও দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন।

'সম্মান' নাটকটি নিয়ে তারিক আনাম খান বলেন, মাছের বাজার থেকে সবজির বাজার—যেখানেই যাচ্ছি শিক্ষক চরিত্রের জন্য প্রশংসা পাচ্ছি। সবাই নাটকটি নিয়ে কথা বলছেন। গল্প পছন্দ করেছেন। ভালো কাজের স্বীকৃতি এটা।

অভিনয়জীবনে নানারকম চরিত্রে অভিনয় করেছেন, ভালোবাসা পেয়েছেন, পাচ্ছেন—বিষয়টি নিয়ে তিনি বলেন, সিরিয়াস গল্পের হোক কিংবা কমেডি ঘরানার, সব ধরনের নাটকই করি। সব ধরনের গল্পের কাজ দিয়েই তো আমাদের ইন্ডাস্ট্রি।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'চৌকিদারের চরিত্রে একটি নাটক করেছি। এই কাজটির জন্যও দর্শকদের ভালোবাসা পেয়েছি। ভিন্ন গল্পের নাটক। "বাবার ছায়া" নামে একটি নাটক করেছি। উবার চালকের চরিত্রে একটি নাটক করেছি। এসব নাটকগুলো দর্শকরা গ্রহণ করেছেন।'

অপর এক প্রশ্নের জবাবে তারিক আনাম খান বলেন, নিরীক্ষা হবে। নিরীক্ষা ছাড়া ভালো কাজ হবে না। আমি ভাগ্যবান যে এখনো কাজ করতে পারছি।

ঈদে মুক্তি পাওয়া 'উৎসব' সিনেমা সম্পর্কে তিনি বলেন, 'উৎসব' দেখলে দর্শকদের অনেক ভালো লাগবে। অস্থির সময়ে মন ভালো হয়ে যাবে। যারা সিনেমাটি দেখেছেন, হল থেকে হাসি নিয়ে বের হয়েছেন। জীবনে জয়-পরাজয় থাকবে, হাসি-কান্না থাকবে, তারপরও এগিয়ে যেতে হবে। পরিচালক তানিম নূর ভালো সিনেমা বানিয়েছেন। অভিনয়শিল্পীরাও যার যার দিক থেকে খুব ভালো করেছেন।

'সিনেমার ক্ষেত্রেও নানারকম গল্প হবে—থ্রিলার, কমেডি কিংবা অ্যাকশন। "তাণ্ডব" সিনেমার গল্প একরকম, আবার "উৎসব" সিনেমার গল্প আরেকরকম। সব ধরনের গল্প নিয়েই কাজ হবে।'

দর্শকদের বিষয়ে তারিক আনাম খান বলেন, আমাদের সিনেমার জন্য ভালো খবর হচ্ছে, দর্শকরা সিনেমা দেখছেন, তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বিষয়টি আশা জাগায়।
 

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

4h ago