হলে হলে কাঁদছেন মায়েরা: জয়া আহসান

জয়া আহসান। ছবি: সংগৃহীত

'অনেক বয়স্ক মায়েরা আসছেন, অবাক করার মতো! মা-বাবারা সন্তানদের নিয়েও আসছেন। "ডিয়ার মা" দেখে হলে হলে কাঁদছেন মায়েরা। কোনো কোনো মায়েরা দীর্ঘদিন পর হলে আসছেন "ডিয়ার মা" দেখতে।'

ভারতের পশ্চিমবঙ্গে নিজের অভিনীত 'ডিয়ার মা' সিনেমাটি মুক্তির পর দর্শকদের অনুভূতি নিয়ে বলছিলেন জয়া আহসান।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

সিনেমাটির প্রদর্শনী চলছে হায়দারাবাদ, মুম্বাইসহ বেশ কয়েকটি রাজ্যে। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে জয়া জানান, সিনেমার প্রচারের জন্য তিনি কলকাতায় রয়েছেন, যাচ্ছেন হলে হলে।

তিনি জানান, অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে। বেশকিছু হলে হাউজফুল যাচ্ছে। এমনকি টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনাও ঘটছে।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

'ডিয়ার মা' সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। বলেন, 'অনেক খুশি আমি। দর্শকরা দারুণভাবে সিনেমাটি গ্রহণ করেছেন।'

গতকাল শনিবার কলকাতার নন্দনে সিনেমাটির শো চলাকালে জয়া উপস্থিত ছিলেন। আজও তিনি সেখানে থাকবেন।

নন্দনে আসা দর্শকদের বিষয়ে জয়া বলেন, 'অসংখ্য দর্শক এসেছিলেন। আমি মুগ্ধ তাদের ভালোবাসায়। সবাই খুব প্রশংসা করেছেন।'

জয়া আহসান। ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত কলকাতার চার-পাঁচটি হলে গিয়েছেন জয়া। সেই অভিজ্ঞতা সম্পর্কে বলেন, 'এটা মা ও সন্তানের গল্প। দত্তক নেওয়ার বিষয়টিও আছে। এই সিনেমার গল্পে মা ও সন্তানের গল্প চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। সেইসঙ্গে এতে আছে প্রেম, ভালোবাসা এবং মা ও সন্তানের সম্পর্কের গল্প।'

জয়া আহসান। ছবি: সংগৃহীত

এবার মাকে নিয়ে কলকাতায় গিয়েছেন জয়া। তাকে নিয়েই সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিয়েছেন। জয়া বলেন, 'মা সিনেমাটি দেখে ইমোশনাল হয়ে পড়েছিলেন। দর্শকদের ভালোবাসা দেখেও তিনি খুশি হয়েছেন।'

এক প্রশ্নের জবাবে জয়া বলেন, 'আমি জামদানি পরে গিয়েছিলাম সিনেমা হলে। মা-ও জামদানি পড়েছিলেন। বাংলাদেশে তৈরি গয়না পড়েছিলাম। চেষ্টা করি দেশের পোশাক পরে যেতে।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago