‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’

কিশোর কুমার। ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সফল প্লেব্যাক গায়কের নাম কিশোর কুমার। গায়কের পাশাপাশি নায়ক হিসেবেও তিনি পরিচিত। আজ ৪ আগস্ট কিশোর কুমারের ৯৬তম জন্মদিন।

গানের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন বহু বছর। খুব আনন্দে, বিরহে, ভালোবাসায় কিশোর কুমারের গান আমাদের অন্য এক অনুভূতির সন্ধান দেয়।

কিশোর কুমারের গাওয়া শ্রোতাপ্রিয় বাংলা গানগুলোর মধ্যে রয়েছে—'আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো', 'আশা ছিল ভালোবাসা ছিল', 'আমার পূজার ফুল', 'তোমার বাড়ির সামনে দিয়ে', 'একদিন পাখি উড়ে যাবে যে আকাশে', 'কী আশায় বাঁধি খেলাঘর', 'কোথা আছো গুরুদেব', 'নয়ন সরশী কেন ভরেছে জলে', 'তোমায় পড়েছে মনে', 'সেদিনও আকাশে ছিল কত তারা'।

হিন্দি গানের তালিকায় রয়েছে—'চিঙ্গারি কই ভারকে, কোরা কাগজ থা ইয়ে মন মেরা', 'রূপ তেরা মাস্তানা', 'মেরে সপনো কি রানি', 'হামে তুমসে পেয়ার কিতনা', 'হামে অর জিনে কি', 'দেখা এক খাওয়াব', 'সাগার কিনারে', 'চেহরা হে ইয়া', 'ইয়ে দোস্তি', 'রিমঝিম গিরে সাওয়ান', 'কুছ তো লোগ কাহেঙ্গে'।

১৯২৯ সালের ৪ আগস্ট মধ্যপ্রদেশে এক বাঙালি পরিবারে জন্ম নেন কিশোর কুমার। কিশোর ছিল তার ডাক নাম। ভালো নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। 'বম্বে টকিজ' ছবিতে দাদা অশোক কুমারের সঙ্গে গান গেয়েছিলেন কিশোর। সেই নামটাই শেষ পর্যন্ত থেকে যায়।

সংগীতে প্রথাগত শিক্ষা না থাকলেও কেএল সায়গলকে নিজের সবচেয়ে বড় আদর্শ মানতেন তিনি। ১৯৪৮ সালে 'জিদ্দি' ছবিতে প্রথম প্লেব্যাক করেন।

গান গাওয়ার পাশাপাশি ১৯৫১ সালে 'আন্দোলন' চলচ্চিত্রে নায়ক হিসেবে দেখা যায় কিশোর কুমারকে। এ ছাড়াও তিনি অভিনয় করেন 'দূর গগন কি ছাও মে', 'দূর কা রাহি', 'চালতি কা নাম গাড়ি', 'হাফ টিকিট', 'পারোসান', 'ঝুমরু', 'হাঙ্গামা', 'পেয়ার দিওয়ানা'সহ প্রায় ৭৫টি সিনেমায়। তার বিপরীতে বৈজন্তিমালা, মধুবালা ও সায়রা বানুর মতো অভিনেত্রীরা কাজ করেছেন।

কিশোর কুমার আটবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার গাওয়া গানে ঠোট মিলিয়েছেন অমিতাভ বচ্চন, উত্তম কুমার, রাজেশ খান্না, সঞ্জীব কুমারসহ আরও অনেকে।

শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, গুলজার, গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।

কিশোর কুমারের প্রথম স্ত্রী হলেন রুমা গুহঠাকুরতা। ১৯৬০ সালে বিয়ে করেন মধুবালাকে। ১৯৬৯ সালে মধুবালার মৃত্যু হলে ১৯৭৬ সালে অভিনেত্রী যোগিতা বালিকে কিয়ে করেন। সেই বিয়ে দুই বছর টিকেছিল। সবশেষে লীনা চন্দভারকারকে বিয়ে করেন কিশোর কুমার। আমৃত্যু একসঙ্গে ছিলেন তারা।

১৯৮৭ সালে ১৩ অক্টোবর মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী শিল্পী।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago