আমার চেক লেখা হতো জাহিদ হাসানের নামে: জাহিদ হোসেন শোভন

জাহিদ হোসেন শোভন। ছবি: প্রথম আলোর সৌজন্যে

মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের অভিনেতা জাহিদ হোসেন শোভন। অনেক বছর ধরে অভিনয় শিল্পের সঙ্গে জড়িত তিনি। এখনো অভিনয়ে সরব আছেন। অনেক আলোচিত নাটকে অভিনয় করেছেন দীর্ঘ ক্যারিয়ারে।

১৯৭৮ সালে স্কুলে পড়ার সময় ঢাকা লিটল থিয়েটারে যুক্ত হন। ১৯৮৪ সালে যুক্ত হন পদাতিক নাট্য সংসদের সঙ্গে। এছাড়া, ১৯৯০ সালে যোগ দেন থিয়েটার আরামবাগে। এখনো এই দলের সঙ্গেই আছেন। সবশেষ মঞ্চে অভিনয় করেছেন তিন-চার বছর আগে, 'বলদ' নাটকে।

বাংলাদেশ টেলিভিশনে অভিনেতা হিসেবে তালিকাভুক্ত হন ১৯৯১ সালে। বিটিভিতে প্রথম প্রচারিত নাটকের নাম 'তিন বোন'। তারপর থেকে বিরাহমহীনভাবে চলতে থাকে নাটকে তার অভিনয়। তবে, 'প্রিয়জন' নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এই নাটকের প্রযোজক ছিলেন ফখরুল আবেদীন দুলাল। তার বিপরীতে নায়িকা ছিলেন টিশা। এই নাটকে আরও অভিনয় করেছিলেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত।

জাহিদ হোসেন শোভন বলেন, আমার অভিনয় ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট 'প্রিয়জন' নাটক। এই নাটক আমাকে অনেক পরিচিতি দিয়েছে। দর্শকদের অনেক ভালোবাসা দিয়েছে। আজও নাটকটির কথা ভুলতে পারিনি।

একদিকে টিভি নাটক, অন্যদিকে চলচ্চিত্রে অভিনয়—পাশাপাশি দুটোই চলতে থাকে। তার অভিনীত প্রথম সিনেমা চাঁদের আলো। মুক্তি পায় ১৯৯৩ সালে। এরপর 'ডিস্কো ড্যান্সার', 'প্রিয় তুমি'সহ অনেকগুলো বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেন।

তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'রূপসা নদীর বাঁকে'। এটি পরিচালনা করেন তানভীর মোকাম্মেল। এই সিনেমার গল্প শুরু হয় ১৯৪৩ সালের স্বদেশি আন্দোলন থেকে। সেই সঙ্গে এই সিনেমায় দেশভাগ, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ উঠে এসেছে।

জাহিদ হোসেন শোভন 'রূপসা নদীর বাঁকে' সিনেমায় অভিনয় করেছেন মানব রতন নামের একজন বামপন্থি নেতার চরিত্রে।

টিভি নাটকের শুরুতে তিনি বন্ধু হিসেবে পান আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও মাহফুজ আহমেদকে। তিনি বলেন, জাহিদ হাসান অসাধারণ ভালো মানুষ এবং ভালো বন্ধু আমার। একই বছর টিভি নাটক শুরু করি। অনেক স্মৃতি আছে আমাদের। নায়ক মাহফুজ আহমেদও সেই সময়ে অভিনয় শুরু করেন। তার সঙ্গেও ভালো বন্ধুত্ব আমার।

জাহিদ হাসান সম্পর্কে তিনি আরও বলেন, আমাদের দুই বন্ধুর অনেক মজার মজার ঘটনা আছে। দেখা হলেই সেসব নিয়ে আমরা কথা বলতাম, হাসতাম, আড্ডা দিতাম। এমনও হয়েছে, আমার চেক লেখা হয়েছে জাহিদ হাসানের নামে, আবার জাহিদ হাসানের চেক হয়েছে আমার নামে। তারপর সেগুলো আবার ঠিক করতে হয়েছে।

সেই সময়ে আর কে কে ঘনিষ্ঠ বন্ধু ছিল আপনার? এর জবাবে শোভন বলেন, অনেকের সঙ্গেই বন্ধুত্ব ছিল। তবে, জাহিদ হাসান ও মাহফুজ আহমেদের সঙ্গে বেশি বন্ধুত্ব ছিল। এছাড়া, শফিক সাদেকীর সঙ্গেও ভালো বন্ধুত্ব ছিল। শফিক সাদেকী এখন বিদেশে আছেন। খুব ভালো অভিনয় করতেন।

জাহিদ হোসেন শোভন বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তার জন্মও এখানে। তার বাবা ছিলেন ব্যাংকার। প্রতিবছর বাবার ব্যাংক থেকে মঞ্চ নাটক হত। সেই নাটক মঞ্চায়ন হতো ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে। তিনি বলেন, ছোটবেলায় বাবা-মার সঙ্গে ওখানে ব্যাংকের নাটক দেখতে যাই। খুব ভালো লেগে যায়। এরপর বছর বছর নাটক দেখতে যেতাম। সেই ভালো লাগাটা বাড়তেই থাকে। তখনই আমার ভেতরে অভিনয় করার স্বপ্নটা দানা বাঁধে।

'এখন অভিনয় আমার কাছে নেশা, শখ, ভালোবাসা। শুরুতে আমি চাকরির পাশাপাশি নাটক করেছি। সিনেমা করার সময়ও চাকরি করতাম। পরে একসময় পুরোদমে অভিনয় শুরু করি।'

সেই সময়ের আড্ডার স্মৃতি বলতে গিয়ে তিনি বলেন, বেইলি রোড ও টিএসসিতে তখন আমরা থিয়েটারের বন্ধুরা মিলে আড্ডা দিতাম, ওটা ছিল নির্মল আড্ডা। রিহার্সাল, নাটকের শো বাদে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতাম। টাকা-পয়সার দিকে মোহ ছিল না। অভিনয় করব, শিল্পচর্চা করব, এসবই ছিল। দেশের জন্য, সমাজের জন্য। সেই সময় দুই টাকা কিংবা পাঁচ টাকার ঝালমুড়ি খেয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়েছি।

অভিনয়জীবনের অর্জন কী, জানতে চাইলে তিনি বলেন, মানুষের ভালোবাসা। এখনো বিটিভির সেসব নাটকের কথা মানুষ বলেন। এখনো সেসব নাটকের জন্য সম্মান করেন। এই ভালোবাসা অনেক।

সবশেষে তিনি বলেন, আরও গুণী অভিনেতা যদি হতে পারতাম! তা হয়তো হতে পারিনি।

Comments

The Daily Star  | English

Victory day today: A nation born out of blood and grit

The tide of war had turned by mid-December in 1971. The promise of freedom was no longer a dream. It had hardened into tangible certainty.

7h ago