৩ বছর পর ওটিটিতে নিশো

আরফান নিশো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ওটিটি দর্শকদের জন্য নতুন ধাঁচের থ্রিলার 'আকা' নিয়ে ৩ বছর পর ওটিটি প্ল্যাটফর্মে আসছেন আফরান নিশো। তার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী নাবিলা। এটাই তার প্রথম কোনো সিরিজ। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

ভিকি জাহেদ বলেন, 'নিশো ভাইয়ের সঙ্গে এর আগে আমি অনেক কাজ করেছি। তবে এই প্রথম কোনো সিরিজে আমরা একসঙ্গে কাজ করছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই স্পেশাল। সেইসঙ্গে নাবিলা আপুও খুব কো-অপারেটিং ছিলেন। সব মিলিয়ে আকা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে। এরমধ্যে বড় পর্দায় দুটি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন আফরান নিশো। প্রায় ৩ বছর পর করলেন কোনো ওটিটির কাজ।'

নাবিলা বলেন, 'আমার জন্য এই সিরিজ খুবই বিশেষ কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে এই কাজটা করে আমি খুবই আনন্দিত। আমি সত্যিই আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, আকা সিরিজের গল্প, আবহ এবং নির্মাণকে আপন করে নেবে।'

অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্র আবহে নির্মিত হয়েছে 'আকা'। হইচইতে আগামী  সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে এটি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago