৫ নায়িকার বৃষ্টি বিলাস

ছবি: সংগৃহীত

শ্রাবণ মাসের শেষ দিন আজ। প্রকৃতিতে চলছে বর্ষাকাল। কখনো ঝুম বৃষ্টি আবার কখনো মেঘলা আকাশ দেখা যায়। বৃষ্টিতে ভিজতে কার না ইচ্ছে করে? কম-বেশি সবারই বৃষ্টিতে ভেজেনও।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে বৃষ্টি বিলাসের গল্প শুনিয়েছেন ৫ নায়িকা।

তমা মীর্জা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

তমা মীর্জা

বৃষ্টি কার না ভালো লাগে? বৃষ্টি পড়ার শব্দ মন ছুঁয়ে যায়। বৃষ্টি আমার খুব পছন্দ। সবচেয়ে বেশি পছন্দ বৃষ্টি পড়ার শব্দ। এই শব্দটার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। খালি পায়ে বাসার ছাদে বৃষ্টিতে ভেজার মতো আনন্দ আর কিছুতে নেই। তারপর জানালা দিয়ে যখন বৃষ্টির ফোঁটা এসে পড়ে, এই দৃশ্যগুলোও অসাধারণ। কিন্তু অতি বৃষ্টি চাই না। কারণ মানুষের ক্ষতি হোক তা চাই না। যতটুকু সুন্দর, যতটুকু মানুষের উপকারে আসবে, ততটুকু ভালো লাগে। এখন বর্ষাকাল চলছে। এমন দিনে বৃষ্টি পড়লে মন ভালো করে দেয়।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

অপু বিশ্বাস

বৃষ্টি নিয়ে যত ছড়া আছে, ছোটবেলায় সেসব মুখস্থ করেছি। সেই সময় থেকেই বৃষ্টি পছন্দ করি। আমি বেড়ে উঠেছি বগুড়ায়। ওখানে থাকার সময় বৃষ্টির দিনে কী যে আনন্দ করেছি! বৃষ্টি হলেই ভিজতে চাইতাম। বৃষ্টি খুব টানত। এখনো টানে, কিন্তু ওই সময়ের মতো করে তো আনন্দ করতে পারি না। এখন বৃষ্টি দেখলেই নস্টালজিক হয়ে পড়ি। বৃষ্টি আমাকে ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যায়। বৃষ্টির সবচেয়ে ভালো লাগে শব্দটা। গানের সুরের মতো বৃষ্টিরও একটা সুর আছে। এই সুর মনকে দুলিয়ে দেয়। এই সুর মনকে ভাবিয়ে তোলে। বৃষ্টির মৌসুম চলে গেলে তখন এই দিন মিস করি।

মৌসুমী হামিদের সঙ্গে হবু বরের পরিচয় যেভাবে
মৌসুমী হামিদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মৌসুমী হামিদ

বৃষ্টি আমার ভীষণ প্রিয়। বৃষ্টিতে ভিজতেও ভালোবাসি। যখন বাড়িতে থাকতাম, বৃষ্টির বা ঝড় হলে ঘর থেকে বের হয়ে ভিজতাম। এখনো বৃষ্টি আমাকে প্রবলভাবে টানে। বৃষ্টি পড়ার শব্দ সুন্দর লাগে। আর যদি বৃষ্টি টিনের ঘরের চালার ওপর পড়ে, তাহলে তো কথাই নেই, কী যে ভালো লাগে! বৃষ্টির রিমঝিম শব্দটাই তো পাগল করে দেয়। সিজনাল বৃষ্টিটা ভালো। তবে, টানা বৃষ্টি হলে খারাপ লাগে। কেননা, যারা রাস্তার পাশে কিংবা নদীর পাড়ে জীবনযাপন করেন, তখন তাদের কষ্ট হয়।

আইরিন সুলতানা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

আইরিন সুলতানা

বৃষ্টির মৌসুমটা অনেক পছন্দ করি। অপেক্ষায় থাকি কখন বর্ষাকাল আসবে। আর এখন তো বর্ষাকাল চলছে। এই ঋতু আমাকে টানে বেশি। বৃষ্টি হলেই ছুটে যেতে ইচ্ছে করে, ভিজতে মন চায়। আমি তাই করি। বাসায় থাকার সময় যদি বৃষ্টি শুরু হয়, তারপর রিকশায় করে বৃষ্টিতে ভিজি আর শহর দেখি। ঢাকা শহরে রিকশায় করে বৃষ্টিতে ভেজার আলাদা একটা আনন্দ আছে। আমি এটা প্রায়ই করি। বাসার ছাদেও ভিজি। কখনো কখনো শুটিংয়ে যদি বৃষ্টি শুরু হয়, তখনো ভিজি।

অধরা খান। ছবি: ফেসবুক থেকে

অধরা খান

বৃষ্টির শব্দটাই যেন কেমন নস্টালজিক করে দেয়। বৃষ্টি পড়বে, গুনগুন করে গাইব এবং ভিজব—এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! বৃষ্টির সময় গাড়ি নিয়ে ড্রাইভ করতেও ভালো লাগে। বৃষ্টির সঙ্গে ভেজার যেমন সম্পর্ক আছে, একইভাবে বৃষ্টির দিনে মজাদার খাবারও খাওয়া হয়। রাতে যখন বৃষ্টি পড়ে, জানালা খুলে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। হাত বাড়িয়ে বৃষ্টির পানির স্পর্শ করতেও ভালো লাগে। সব মিলিয়ে বৃষ্টি ভালোবাসি।

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

46m ago