মৌসুমী হামিদের বিয়ে কাল, পাত্র কে

মৌসুমী হামিদের বিয়ে কাল, পাত্র কে
অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

গতকাল বুধবার তার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৌসুমীর বরের নাম আবু সাইয়িদ রানা। তিনিও শোবিজের সঙ্গে জড়িত।

মৌসুমী হামিদের বিয়ে কাল, পাত্র কে
মৌসুমী ও রানা। ছবি: সংগৃহীত

আগামীকাল শুক্রবার তাদের বিয়ে সম্পন্ন হবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মৌসুমী হামিদ।

মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স-আপ হয়েছিলেন। তার অভিনীত নাটকের মধ্যে আছে 'লাভ র‍্যাক্টেঙ্গেল' ও 'রেডিও চকলেট'। উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—অনন্য মামুন পরিচালিত 'ব্ল্যাকমেইল', শামিম আহমেদ রনি পরিচালিত 'মেন্টাল', হদি হক পরিচালিত '১৯৭১ সেইসব দিন'। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা 'নয়া মানুষ' ও 'যাপিত জীবন'।

Comments

The Daily Star  | English

Potato price dips below Tk 20/kg amid oversupply

Potato prices across Bangladesh have plunged below Tk 20 per kilogramme from Tk 25 a month ago, leaving farmers reeling from losses even as the government struggles to contain the market glut..Stakeholders blame the government for failing to implement its announced measures, including a mi

34m ago