‘চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর’

‘নয়নমনি’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ফারুক-ববিতা জুটি অভিনীত আমজাদ হোসেন পরিচালিত 'নয়নমনি' সিনেমায় 'চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর' গানটি কালজয়ী। গানটিতে এই জুটির রসায়নে মুগ্ধ দর্শক। গানটি দেখতে-দেখতে সোনালি দিনে কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন নিমেষেই।

গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। সত্য সাহার সুরে গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

ঢাকাই সিনেমার সেই কিংবদন্তি নায়ক ফারুকের জন্মদিন আজ। এই নায়ক ববিতার সঙ্গে জুটি হয়ে প্রায় ৪০টি সিনেমায় অভিনয় করেছেন।

স্মৃতিচারণ করে ববিতা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার দীর্ঘদিনের বন্ধু। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত "আলোর মিছিল" সিনেমায় তার সঙ্গে ছিল প্রথম অভিনয় করি। সিনেমায় ছোট একটি চরিত্র ছিল তার। শুটিংয়ে প্রথম পরিচয় হয়েছিল আমাদের। এরপর কাজ করতে করতে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।'

'আমরা প্রায় ৪০টির মতো সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছি। তারমধ্যে কয়েকটি সিনেমা হলো—'গোলাপী এখন ট্রেনে', 'লাঠিয়াল', 'মিয়াভাই', 'সূর্য সংগ্রাম', 'নয়নমনি', 'প্রিয় বান্ধবী', 'এতিম'।'

চিত্রনায়িকা ববিতা আরও বলেন, '১৯৭৬ সালে "নয়নমনি" সিনেমাটি দেশপ্রেমের সিনেমার মধ্যে ধ্রুপদী হয়ে ওঠে। এই সিনেমায় আমাদের জুটি মানেই বিশেষ কিছু হয়ে ওঠে। মাসের পর মাস সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। আমাদের অভিনীত সিনেমার প্রেম, বিরহ আজও দর্শকের মনে ভালোবাসার জন্ম দেয়। এখনো সেসব সিনেমার কথা বলে দর্শক।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago