ইত্যাদির নতুন পর্ব এবার দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে

'পাচ্ছেন কেয়া কসমেটিকসের পক্ষ থেকে উপহার'। ইত্যাদির চিরাচরিত দৃশ্য। ছবি: সংগৃহীত
'পাচ্ছেন কেয়া কসমেটিকসের পক্ষ থেকে উপহার'। ইত্যাদির চিরাচরিত দৃশ্য। ছবি: সংগৃহীত

ইত্যাদির নতুন পর্ব প্রচারিত হবে আগামী ২৯ আগস্ট, শুক্রবার। বরাবরের মতো, এবারও অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিতব্য অনুষ্টানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদীবিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে।

এবারের পর্বে গান রয়েছে দুইটি।  

ভোলা জেলাকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত।

কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও আঁখি আলমগীর 'আমাকে না বলে' শিরোনামে আরেকটি গান গেয়েছেন। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, গান লিখেছেন রবিউল ইসলাম জীবন।

ইত্যাদির একটি দৃশ্যে হানিফ সংকেত। ছবি: সংগৃহীত
ইত্যাদির একটি দৃশ্যে হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

ভোলা জেলার সন্তান অভিনয় তারকা তৌসিফ মাহবুব থাকবেন একটি পর্বে। পাশাপাশি, ভোলা জেলা নিয়ে থাকছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

এবারের অনুষ্ঠানে রয়েছে পরপর দু'বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম ও একমাত্র বাঙালি ভোলার সন্তান এম এ মুহিতের একটি বিশেষ সাক্ষাৎকার।

দ্বিতীয়বার তিনি ও নিশাত মজুমদার যখন একসঙ্গে এভারেস্ট জয় করেছিলেন, তখন তাদের হাতে শোভা পাচ্ছিল 'ইত্যাদি' লেখা ব্যানার। কিন্তু কেন, সেসবের উত্তরও পাওয়া যাবে এই সাক্ষাৎকারে।

এছাড়া থাকছে নিয়মিত সব আয়োজন।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago