ইত্যাদির ঠাকুরগাঁওয়ের পর্ব টিভিতে আসবে ৩১ জানুয়ারি

হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদির পরবর্তী অনুষ্ঠান প্রচার হবে আগামী ৩১ জানুয়ারি, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

নব্বই দশক থেকেই শেকড়ের সন্ধানে ইত্যাদি স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এর ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাজা টঙ্কনাথের রাজবাড়িতে।

এবারের ইত্যাদিতে থাকছে ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার জীবনের অনেক অপ্রকাশিত কথা।

ইত্যাদির এই পর্বে সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও লিজা। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

অনুষ্ঠানের শুরুতেই আছে ঠাকুরগাঁও নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছে রোহিত খান তুহিন, কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজীব, অয়ন চাকলাদার ও সানজিদা রিমি। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী।

এ ছাড়াও ইত্যাদির নিয়মিত পর্ব চিঠিপত্র ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের উপর রয়েছে বেশ কিছু নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, মাহফুজুর রহমান বাবু, আল মামুন, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মোমেনা চৌধুরী, জিল্লুর রহমান, মাহমুদুল ইসলাম মিঠু, কাজী আসাদ, আঞ্জুমান আরা শিরিন, মামুনুল হক টুটু, প্রাণ রায়, জয়রাজ, আমিন আজাদ, শাহেদ আলী, মুকিত জাকারিয়া, তারিক স্বপন, কামাল বায়েজিদ, বিলু বড়ুয়া, নিপু, আনোয়ার শাহী, জাহিদ শিকদার, জামিল হোসেন, আনন্দ খালেদ, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদ, সাদিয়া তানজিন, নজরুল ইসলাম, মনজুর আলম, সিয়াম নাসির, সাবরিনা নিসা, রুমা, সুবর্ণা মজুমদার, মতিউর রহমানসহ আরও অনেকে।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago