ইতিহাস-ঐতিহ্যের চুয়াডাঙ্গায় এবারের ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

ইত্যাদি মানেই দেশের কোনো না কোনো ঐতিহাসিক স্থানকে দর্শকদের সামনে তুলে ধরা। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব সাজানো হয়েছে চুয়াডাঙ্গার কৃষ্টি ও ইতিহাস নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে জেলাটি নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় এতে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।

এবারের পর্বে গান রয়েছে দুটি। এর মধ্যে একটি গান গেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীতশিল্পী বিউটি ও সংগীতশিল্পী পান্থ কানাই। গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও সংগৃহীত সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের নিয়ে চিঠি ও রেললাইনবিষয়ক বহুশ্রুত, হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে এই পর্ব।

এবারের ইত্যাদিতে বিভিন্ন নাট্যাংশে অংশ নিয়েছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদার, আবু হেনা রনি, বিলু বড়ূয়া, রতন খান, মঞ্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শাওন মজুমদার, সাবরিনা নিসা, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago