আজ রাতে ইত্যাদি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামর উলিপুর এলাকায়।

এবারের পর্বে থাকছে দুটি গান। অনুষ্ঠানের শুরুতে কুড়িগ্রামের কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান। গানটির সাথে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় অর্ধ শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছে এস কে জাহিদ, গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা এবং সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।

চিলমারীর ভাওয়াইয়া সম্রাট আবাসউদ্দীনর গাওয়া বিখ্যাত গান 'ও কি গাড়িয়াল ভাই' নতুন করে গেয়েছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী সালমা ও উত্তরাঞ্চলর ভাওয়াইয়া শিল্পী পূর্ণচদ্র রায়। সংগৃহীত কথায় গানটির সুরও করেছিলেন আবাসউদ্দীন আহমদ, ইত্যাদির জন্য গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।

এছাড়া কুড়িগ্রাম জেলার ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকছে প্রতিবেদন। মহারানী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীর প্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম, চিলমারী নদীসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্যভিত্তিক প্রতিবেদন।

ভাওয়াইয়া চর্চা, প্রচার-প্রসার এবং নতুন প্রজন্মের ভাওয়াইয়া সংগীতর তালিম দেয়া প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মাকে নিয়ে থাকছে একটি প্রতিবেদন।

এছাড়াও ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও আছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর নাট্যাংশ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

15h ago