ইত্যাদি এবার কুড়িগ্রামের উলিপুরে

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে।

পর্বটি আগামী ৩১ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদ শেষে প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এবারের পর্বে থাকবে দুটি গান। শুরুতেই কুড়িগ্রামের কৃষ্টি ও ইতিহাস নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান পরিবেশিত হবে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। সুর করেছেন হানিফ সংকেত ও সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় প্রায় অর্ধশত নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

চিলমারীর ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের গাওয়া বিখ্যাত গান 'ও কি গাড়িয়াল ভাই' গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচদ্র রায়। সংগৃহীত কথায় গানটির মূল সুর করেছিলেন আব্বাসউদ্দীন আহমদ, আর ইত্যাদির জন্য এর সংগীতায়োজন করেছেন মেহেদী।

এবারের পর্বে কুড়িগ্রাম জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে রয়েছে একাধিক প্রতিবেদন। থাকছে মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বীর প্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম, চিলমারী নদীবন্দরসহ বিভিন্ন বিষয়ের ওপর তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

ভাওয়াইয়া সংগীতচর্চা ও নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে অবদান রাখা প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মাকে নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন।

অনুষ্ঠানে নিয়মিত চিঠিপত্র পর্ব ছাড়াও তুলে ধরা হবে সামাজিক নানা অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর নাট্যাংশ।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago