আজ ইত্যাদি, থাকছে জীবনের লেখা গান

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি' আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। এ পর্বে গান লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন।

'আমাকে না বলে' শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী ও আঁখি আলমগীর।

ইত্যাদির এই পর্বটি ধারণ করা হয়েছে মেঘনা-তেতুলিয়া নদীবিধৌত দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী পরিকল্পিত জনপদ চরফ্যাশনে।

এই পর্বে ভোলা জেলাকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। গানে কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত।

রবিউল ইসলাম জীবন। ছবি: সংগৃহীত

ভোলা জেলার সন্তান অভিনয় তারকা তৌসিফ মাহবুব থাকবেন একটি পর্বে। পাশাপাশি, ভোলা জেলা নিয়ে থাকছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

এবারের অনুষ্ঠানে রয়েছে পরপর দুবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম ও একমাত্র বাঙালি ভোলার সন্তান এম এ মুহিতের একটি বিশেষ সাক্ষাৎকার।

দ্বিতীয়বার তিনি ও নিশাত মজুমদার যখন একসঙ্গে এভারেস্ট জয় করেছিলেন, তখন তাদের হাতে শোভা পাচ্ছিল 'ইত্যাদি' লেখা ব্যানার। কিন্তু কেন, সেসবের উত্তরও পাওয়া যাবে এই সাক্ষাৎকারে।

এছাড়া থাকছে নিয়মিত সব আয়োজন।

Comments