কাল দেখা যাবে ১৬ বছর আগের ‘ইত্যাদি’

আগামীকাল শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনে দেখা যাবে ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র একটি সংকলিত পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। এই পর্বটি প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর।
ম্যাগাজিন অনুষ্ঠানটির ২০০৯ সালের আগস্টে প্রথম প্রচারিত হয়েছিল। ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে বুড়িগঙ্গা নদীর তীরে এক উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল পর্বটি।
অনুষ্ঠানটির এই পর্বে দর্শক দেখতে পাবেন বর্ষাকালের আবহ মাথায় রেখে টাঙ্গাইলে ধারণ করা পর্ব থেকে সংকলন করা হয়েছে বৃষ্টি নিয়ে লেখা একটি আবেগঘন গান, এই গান গেয়েছেন সামিনা চৌধুরী। গানের কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।
বরাবরের মতো 'ইত্যাদি' ম্যাগাজিনের এই পর্বেও রয়েছে সামাজিক বার্তাবহ কয়েকটি বিশেষ প্রতিবেদন। নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার প্রতিবন্ধী নারী বানু আক্তারের জীবনের সংগ্রাম ও সাহস নিয়ে নির্মিত হয়েছে একটি মানবিক প্রতিবেদন। নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন ও তার 'আম চিঠি'–সংক্রান্ত উদ্যোগ নিয়ে থাকছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন।
রয়েছে নিদর্শন সংগ্রাহক আবদুস সামাদ মন্ডলের সংগ্রামী জীবনের অনুসন্ধানী চিত্র, যিনি জীবনের অর্ধেক সময় ব্যয় করেছেন প্রাচীন নিদর্শন সংগ্রহে। দর্শক দেখতে পাবেন তাজমহল নিয়ে ভারতের আগ্রা থেকে প্রেরিত একটি বিদেশি প্রতিবেদনও। বরাবরের মতো এবারও থাকছে বিদ্রুপাত্মক নাট্যাংশ। সামাজিক অসংগতি ও সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিত 'ইত্যাদি'র বিভিন্ন পর্ব থেকে নির্বাচিত কিছু নাট্যাংশ তুলে ধরা হবে এই সংকলিত পর্বে। পাশাপাশি থাকবে নিয়মিত সব আয়োজন।
Comments