আজ রাতে ইত্যাদির সংকলিত পর্ব

ইত্যাদি

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় 'ইত্যাদি'র একটি সংকলিত পর্ব বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। মুন্সীগঞ্জে ধারণ করা হয়েছিল এই পর্ব।

এই পর্বে মুন্সীগঞ্জের সন্তান শিল্পী তাহসান পরিবেশন করেছেন একটি গান। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন জাহিদ, বাদশা ও শাহজাহান। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

মুন্সীগঞ্জ জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে আছে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। এছাড়া ইত্যাদির ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রচারিত ইত্যাদি থেকে কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবুর গাওয়া একটি দেশের গান থাকছে। গানটির কথা লিখেছেন গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রুপু।

দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন দুই প্রজন্মের শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও বালাম। শিল্পীদ্বয় গেয়েছেন ফেরদৌস ওয়াহিদের একটি জনপ্রিয় গানসহ তার প্রয়াত চার বন্ধু আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর ও পিলু মমতাজের জনপ্রিয় গানের অংশবিশেষ।

অনুষ্ঠানে নাট্যাংশসহ নিয়মিত সবকিছু রয়েছে। যথারীতি থাকছে বিদেশি প্রতিবেদন পর্ব, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ।

Comments

The Daily Star  | English
The Costs Of Autonomy Loss of Central Bank

Bangladesh Bank’s lost autonomy has a hefty price

Economists blame rising bad debt, soaring prices and illicit fund flows on central bank’s waning independence

12h ago