‘লালনকন্যা একজনই’

বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনের পরিচিত মুখ লোকসংগীতের বরেণ্য শিল্পী ও 'লালনকন্যা' খ্যাত ফরিদা পারভীন। লালনের গানকে তিনি সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন। একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৮), জাপান সরকারের সম্মানজনক 'ফুকুওকা এশিয়ান কালচার' পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। শনিবার রাত সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল রোববার রাতে এশার নামাজের পর পৌর ঈদগাহে জানাজা শেষে বাবা-মায়ের কবরে তার দাফন সম্পন্ন হয়।
কিংবদন্তি এই শিল্পীকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন 'ক্লোজআপ ওয়ান' খ্যাত সংগীতশিল্পী সালমা।

সালমা বলেন, 'আজ থেকে ঠিক ১৪ বছর আগে চ্যানেল আইতে প্রথম দেখা হয়েছিল উনার সঙ্গে। আমি উনার গানের অসম্ভব ভক্ত। লালন সাঁইজির গানকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন আমাদের "লালনকন্যা"। সাঁইজির গানের রূপ-রস তার গানের মধ্যে খুঁজে পেয়েছি। ছোটবেলা থেকে তার গান শুনেই বেড়ে উঠেছি। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় তার গান গেয়ে প্রশংসিত হয়েছি।'
তিনি আরও বলেন, চ্যানেল আইতে সেই দিন আমাকে দেখে নিজে খুঁজে কথা বলেছেন।
তাকে সেদিন বলেছিলাম, 'আমাকে অনেকেই লালনকন্যা বলে। যতবার এই কথা বলে আমি জিভ কেটে তাদের বলি, "লালনকন্যা" একজনই, আর সেটা আপনি। যারা আমাকে এমন বলে তাদের এমন কথায় কিছু মনে করবেন না। আপনার সাধনা, লালন সাঁইজির গানের প্রতি আমার ভালোবাসা, গানকে সারা বিশ্বে আপনিই ছড়িয়ে দিয়েছেন। তার সঙ্গে কারও তুলনা হয় না। মানুষের কথায় কিছুই আসে-যায় না, কিছু মনে করবেন না।'
'সেদিন আমাকে জড়িয়ে ধরে আদর করেছিলেন শ্রদ্ধেয় শিল্পী। আজীবন শ্রদ্ধা করে যাব আমাদের লালনকন্যাকে' যোগ করেন সালমা।
সালমা বলেন, 'তার কণ্ঠের সব গান আমার অসম্ভব পছন্দের। তার কণ্ঠ, গায়কী, লালন সাঁইজির প্রতিটা গান আমাদের জন্য শিক্ষা। তার কণ্ঠের কোন গান ছেড়ে কোন গানের কথা বলব? প্রায় প্রতিদিনই তার গান শোনা হয়। লালনকন্যার বেশ কয়েকটি অ্যালবাম আমার সংগ্রহে রয়েছে।'
সদ্যপ্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সালমা বলেন, 'যেখানেই থাকবেন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন।'
Comments