‘পূজার দিনগুলোতে মাকে বেশি মনে পড়ে’

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে স্মৃতি ও অনুভূতি নিয়ে তিনি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

অপু বিশ্বাস বলেন, 'পূজার সময়টা এলেই ছোটবেলায় ফিরে যাই। জানি, সেই দিনগুলো আর কোনোদিন ফিরে পাব না। কিন্তু কল্পনায় বারবার চলে যাই শৈশবে। পূজা এলেই মন ছুটে যায় সেই ফেলে আসা দিনে। কী সুন্দর সময়ই না কেটেছিল!'

শৈশবের পূজার স্মৃতি মনে করে তিনি বলেন, 'বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো কেটেছে। বাবা, কাকা, মা—আরও অনেক আপনজন ছিলেন। বছরের এই বড় উৎসব উপলক্ষে দূরদূরান্ত থেকে আত্মীয়রা আসতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর থাকত।'

এখনকার পূজা প্রসঙ্গে তিনি বলেন, 'এখন সেই অনুভূতি আর নেই। দায়িত্ব বেড়েছে। তারপরও শারদীয় দুর্গাপূজা ভিন্ন এক আবেগ নিয়ে আসে। ভালো লাগে।'

মায়ের স্মৃতি মনে করে আবেগতাড়িত হয়ে অপু বিশ্বাস বলেন, 'পূজার দিনগুলোতে মাকে সবচেয়ে বেশি মনে পড়ে। ছয় বছর ধরে মাকে ছাড়াই পূজা কাটাচ্ছি। মায়ের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মাকে মিস করি, তবে পূজার দিনগুলোতে একটু বেশিই করি।'

'পূজার সময় মা নাড়ু বানাতেন। সেই স্বাদ এখনও জিভে লেগে আছে। আরেকটা স্মৃতি সবসময় মনে পড়ে—ভোরবেলা মা আমাদের নিয়ে যেতেন শিউলি ফুল তুলতে। আঁচলে ভরে নিতেন ফুল, তারপর মন্দিরে নিয়ে যেতেন,' শৈশবের বিশেষ স্মৃতির কথা জানাতে বলেন তিনি।

মায়ের অনুপস্থিতিতে পূজার আনন্দ এখন আগের মতো পান না জানিয়ে তিনি বলেন, 'এখনো পূজা আসে, কিন্তু মাকে ছাড়া পূর্ণ আনন্দ পাই না। ভোরে উঠোনে শিউলি ফুল তোলার সেই মুহূর্তগুলো আর ফিরে আসে না। এসব ভাবলেই মন খারাপ হয়।'

চলতি বছরের পূজার ছুটি ঢাকাতেই কাটাবেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। 'বড় কোনো পরিকল্পনা করিনি। ঢাকায় থাকব, সময়টা কীভাবে কাটাব, এখনো চূড়ান্ত করিনি,' বলেন তিনি।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, 'সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাব।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago