করোনা সময়ের খণ্ড দলিল ‘জয়া আর শারমিন’

জয়া আর শারমিন সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

করোনা মহামারির খণ্ডচিত্র উঠে এল 'জয়া আর শারমিন' সিনেমার গল্পে। পর্দায় সেসময়টা ফুটিয়ে তুললেন জয়া আহসান ও মহসিনা আক্তার। 

করোনা মহামারির সে সময়ের দলিল হয়ে থাকবে সিনেমাটির গল্প। সিনেমা দেখার সময় দর্শকরা একটু হলেও ফিরে যাবেন সে সময়ে। 

বারান্দায় দাঁড়িয়ে কিংবা জানালা দিয়ে অবাক ক্লান্ত চোখে গাছ, ফুল, পাখি, আকাশের দিকে তাকিয়ে থাকার মুহূর্তগুলো একটা ঘোর তৈরি করবে। জয়া ও শারমিন চরিত্র দুটি ঠিক তেমনটাই করেছেন সিনেমায়। 

আরও অনেক স্মৃতি জাগানিয়া কথা মনে পড়ে যাবে এক লহমায়। একা পৃথিবীতে দুই নারীর আনন্দ, বেদনা, যন্ত্রণার প্রতিচ্ছবি যেন 'জয়া আর শারমিন' সিনেমাটি।

জয়া আহসান জানেন সিনেমার গল্প অনুযায়ী তার চরিত্রের জন্য কোথায় কতটুকু ঢেলে দিতে হয়। করোনাকালীন গৃহবন্দী এক নারীর মানসিক পরিস্থিতি দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন তিনি এ সিনেমায়। 

সিনেমায় শারমিন চরিত্রে অভিনেত্রী মহসিনা আক্তার প্রথম থেকেই অসাধারণ। চরিত্রের গভীরে গিয়ে কতটা বাস্তবসম্মত অভিনয় হতে পারে, সংলাপ বলা যায় সেটা করে দেখিয়েছেন। 

একটি বিশেষ চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর উপস্থিতিও চমকে দিয়েছে দর্শককে। 

'জয়া আর শারমিন' সিনেমার কিছু দৃশ্যের চিত্র, দেবজ্যোতি মিশ্র'র সংগীত মন জুড়িয়ে দেবে অনায়াসে। ছবির শেষ দৃশ্যে জয়া আহসানের বৃষ্টির মুহূর্তগুলো আলাদা মাত্রা যোগ করেছে।

বৃষ্টির পানিতে সবকিছু ধুয়ে দিয়ে সুস্থ দিনের বার্তা দিয়েছেন সিনেমার নির্মাতা পিপলু আর খান। 

জয়া আর শারমিন সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। সিনেমাটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

8h ago