পূজার ছুটিতে ৪ তারকা

ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবার এসেছে শারদীয় দুর্গাপূজা। সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যরকম আমেজ বিরাজ করছে। পূজার ছুটিতে অনেকেই নানান জায়গায় গিয়েছেন। এই ধারাবাহিকতায় শোবিজ তারকারাও পূজার ছুটিতে ঘুরে বেড়াচ্ছেন।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে পূজার ছুটি নিয়ে কথা বলেছেন বিদ্যা সিনহা মিম, মৌটুসী বিশ্বাস, সুষমা সরকার ও মন্দিরা চক্রবর্তী।

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোরশেদ

বিদ্যা সিনহা মিম

পূজার ছুটিতে রাজশাহী গিয়েছি। আমার দাদা ও নানাবাড়ি রাজশাহীতে। এবার একটু বিরতি দিয়েই সেখানে গিয়েছি মা-বাবার সঙ্গে। পূজার ছুটিতে খুব ভালো সময় পার করছি। খুব ভালো সময় কাটাচ্ছি। কয়েকবছর পর এসেছি, তাই একটু বেশি আনন্দ লাগছে।

ছোটবেলার পূজার আনন্দ মানেই রাজশাহীর পূজা। এখানে এলে সেই দিনগুলোতে ফিরে যাই। অনেক মানুষের সঙ্গে দেখা হয়। এটা আসলে পূজার জন্যই হয়। ছোটবেলার মতো পূজার আনন্দ আর পাব না। ছোটবেলায় খুব আনন্দ করতাম, হইচই করতাম। গ্রামের বাড়িতে বিরাট উৎসব লেগে থাকত।

ছবি: সংগৃহীত

মৌটুসী বিশ্বাস

এবারের দুর্গাপূজায় ঢাকায় আছি। একটা বিরতি দিয়ে ঢাকা শহরেই পূজা উদযাপন করছি। এই সময়টায় অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার বাড়ি খুলনা জেলার তেরোখাদা উপজেলায়। অন্যদিকে জীবনের অনেকগুলো বছর কেটেছে চট্টগ্রাম শহরে। কাজেই শারদীয় পূজার স্মৃতি দুই জায়গায়ই রয়েছে।

খুলনার তেরোখাদা উপজেলায় আমাদের গ্রামের পূজায় অনেক আনন্দ হয়। অনেক মানুষ আসেন দূর থেকে। আমাদের বাড়ির কাছেই মন্দির। সেখানে প্রচুর ভিড় হয়। পূজার আনন্দটা ভালো লাগে। পূজার সময় বাড়ির কাছে মেলা বসে। গ্রামের স্কুলমাঠেও মেলা বসে। মেলায় মিষ্টির দোকান বসে। ওখানে বসেই মিষ্টি বানায়। আমার মেয়ে খুব আনন্দ পায় মেলায় গিয়ে।

ছবি: সংগৃহীত

সুষমা সরকার

আমার গ্রামের বাড়ি ধামরাই। লম্বা বিরতি দিয়ে সেখানে পূজার ছুটিতে যাই। তবে, এবারের পূজায় ঢাকাতে আছি। আমার শুটিং ছিল, সেজন্য পূজার ছুটিতে দূরে যাওয়া হয়নি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাচ্ছি। গতকাল উত্তরায় গিয়েছি একটি জায়গায়। সবাই মিলে অনেক আনন্দ করেছি। আজ বনানীতে যাব। আগামীকাল আরেকটি জায়গায় যাওয়ার কথা আছে। আসলে পূজা মানে আনন্দ, পূজা মানে উৎসব। একবছর পর শারদীয় পূজা আসে, কাজেই সবার সঙ্গে আনন্দ ভাগ নিতে চাই। আমার কাছে অবশ্য ধামরাইতে কাটানো পূজার দিনগুলো বেশি ভালো লাগে। একটা বড় উৎসব লেগে থাকত। শহরে তা পাই না। নাগরিক জীবনে বারবার ধামরাইয়ের গ্রামের পূজা আমাকে নস্টালজিক করে।

মন্দিরা চক্রবর্তী। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

মন্দিরা চক্রবর্তী

আমি বরাবর খুলনায় থাকি পূজার ছুটিতে। সেখানে নিজের বাড়িতেই পূজার আয়োজন হয়। কিন্তু, এবার প্রথমবার ঢাকায় পূজার ছুটি কাটাচ্ছি। পূজার আনন্দ মানেই খুলনা। ওখানেই আমার বাড়ি। নিজেদের বাড়িতে পূজা হয়ে আসছে অনেক বছর ধরে। কতশত স্মৃতি ওই পূজাকে ঘিরে। এবার খুলনার পূজা মিস করছি খুব। ঢাকায় বিভিন্ন মণ্ডপে যাচ্ছি। বন্ধুদের সঙ্গে ঘুরছি। আড্ডা দিচ্ছি। এটাও নতুন ধরনের একটা অভিজ্ঞতা। তারপরও ভালোই লাগছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago