২১ বছরে স্টার সিনেপ্লেক্স

আগামী ৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।
এবারের আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, 'এই দীর্ঘ পথচলায় শুরু থেকেই আমাদেরকে একনিষ্ঠভাবে সমর্থন ও সহযোগিতা করে আসছেন বিনোদন সাংবাদিকরা। দর্শকদের পাশাপাশি সাংবাদিকদের ভালোবাসা স্টার সিনেপ্লেক্সকে এ পর্যায়ে আসতে বিশেষ ভূমিকা রেখেছে। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন থাকছে সাংবাদিকদের কেন্দ্র করে।'
৮ অক্টোবর সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় গণমাধ্যম কর্মীদের জন্য একটি স্পেশাল মুভি শো আয়োজন করা হয়েছে।
এ ছাড়া, দর্শকদের জন্যও থাকছে বিশেষ উপহার। ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার প্রতিটি শোতে একটি টিকেট কিনলে আরেকটি টিকেট ফ্রি পাবেন দর্শকরা।
২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের প্রথম এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। দেশের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এটি একটি অভিনব সংযোজন। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্টার সিনেপ্লেক্সের মোট ২২টি হল চালু রয়েছে।
২১ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির মুখপাত্র আরও বলেন, 'দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের চালিকাশক্তি। আমাদের এই মাল্টিপ্লেক্সের যে বিস্তৃতি ঘটেছে তা সম্ভব হয়েছে দর্শকদের ভালোবাসায়। শুধু বিদেশি ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই দেশে নিয়মিতভাবে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভিড় লেগে থাকুক।'
Comments