দেশকে ভীষণ মিস করি: মোনালিসা
মিষ্টি হাসির মোনালিসা মডেলিং করে বাজিমাত করেন। তারপর সমান তালে চালিয়ে গেছেন অভিনয় ও মডেলিং। দীর্ঘদিন ধরেই তিনি আবাস গড়েছেন আমেরিকায়। মাঝে মাঝে দেশে এলে অভিনয়ও করেন।
সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে মোনালিসা বলেন, 'দূরে আছি ভালো আছি। অনেক ব্যস্ত আছি। দূরে থাকলেও দেশের কথা খুব মনে পড়ে। দেশকে ভীষণ মিস করি।'
আরও বলেন, 'দেশে মা আছেন। মাকে সবসময় অনুভব করি। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে।'
শোবিজের চেনা জগত সম্পর্কে জানতে চাইলে তার উত্তর, 'মডেলিং ও অভিনয় আমাকে অনেক দিয়েছে। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। এখনো মানুষ আমাকে মনে রেখেছেন।'
কথা প্রসঙ্গে প্রাপ্তি-অপ্রাপ্তির প্রসঙ্গ আসতেই মোনালিসা বলেন, 'পেয়েছি অনেক। সবচেয়ে বড় পাওয়া মানুষের ভালোবাসা। এর চেয়ে বড় পাওয়া আর নেই।'
ক্যামেরা-অ্যাকশন—শব্দগুলো মিস করেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, 'করি তো। দীর্ঘদিন এই অঙ্গনে কাটিয়েছি। সবাই মিলে একটা পরিবারের মতো ছিলাম। ফেলে আসা সময়গুলো মিস করি।'
গত ৫ অক্টোবর ছিল মোনালিসার জন্মদিন। এবারের জন্মদিন কেমন কাটল জানতে চাইলে তিনি বলেন, 'খুব ভালো কেটেছে। অনেক মানুষের শুভেচ্ছা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। দেশ-বিদেশ থেকে প্রচুর শুভেচ্ছা পেয়েছি। জন্মদিনে বাসায় কাছের মানুষেরা এসেছিলেন, বন্ধু-বান্ধব এসেছিলেন। সবাইকে নিয়ে আনন্দ করেছি।'
আমেরিকার জীবন প্রসঙ্গে তিনি বলেন, 'এখানে অনেক ব্যস্ত থাকতে হয়। এখন অবশ্য ব্যস্ত থাকতেই ভালো লাগে। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে।'
আমেরিকায় প্রবাসী তারকাদের বিষয়ে মোনালিসা বলেন, 'সবাই ভালো আছেন। অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। মাঝে মাঝে সবাই মিলে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিই।'


Comments