জয় নিয়ে ঘরে ফিরবে ব্রাজিল: মোনালিসা

মোনালিসা, ব্রাজিল ফুটবল টিম,
মোনালিসা। স্টার ফাইল ফটো

ব্রাজিলের সমর্থক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। বিশ্বকাপে প্রিয়দলের খেলা মিস করেন না এই অভিনেত্রী।

মোনালিসা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফুটবল আমার ভীষণ প্রিয় খেলা। ক্রিকেটও পছন্দ করি।'

আগামীকাল ব্রাজিলের খেলা নিয়ে উচ্ছ্বসিত মোনালিসা বলেন, 'প্রথম দিনের খেলায় ব্রাজিল জয় পাবে। ব্রাজিল অবশ্যই জয়ী হবে। এই দলের সাপোর্টার হিসেবে আমি শতভাগ আত্মবিশ্বাসী।'

তিনি আরও বলেন, 'ব্রাজিলের খেলার মধ্যে ছন্দ আছে, যা অন্য দলের নেই। কোনো দলকে ছোট করছি না। কিন্তু, ব্রাজিল অনেক ভালো টিম নিয়ে খেলতে আসছে।'

ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত মোনালিসা। হলুদ জার্সি ও এই দলের খেলা তাকে বেশি টানে। এছাড়া, ছোটবেলায় বইয়ের পাতায় ফুটবলের জাদুকর পেলের নাম শুনেও দলটির প্রতি আলাদা টান তৈরি হয়েছে। এখন সেটা আরও বেশি গভীর হয়েছে।'

মোনালিসা বলেন, 'নেইমারের খেলা খুব ভালো লাগে। নেইমারের ছন্দময় খেলা এবার

ব্রাজিলকে চ্যাম্পিয়ন বানাবে।'

এদিকে ব্রাজিল সমর্থন করলেও কোনো দলের প্রতি কটাক্ষ কিংবা অবহেলা করতে চান না তিনি। তিনি বলেন, 'সব দলের প্রতি ভালোবাসা। খেলায় জয় পরাজয় থাকবেই। কিন্তু, খেলা নিয়ে কোনো ঝগড়া নয়।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'খেলা উপভোগ করতে হয়। সারাবিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী খেলাটাকে উপভোগ করেন। আমি তার বাইরে নই।'

যদি হেরে যায় ব্রাজিল এই  প্রশ্নের জবাবে মোনালিসা বলেন, 'খারাপ লাগবে। কিন্তু, এখন এসব নিয়ে ভাবছি না। শুধুই জয়ের কথা ভাবছি। ব্রাজিল জয় নিয়ে ঘরে ফিরবে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago