কাল রাত থেকে ‘আমি সোহেল রানা’

চলতি বছর প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম 'আইজ অন স্টুডিও' ইউটিউব চ্যানেলের বিশেষ ঈদ আয়োজনে উপস্থিত হয়েছিলেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সোহেল রানা। সেই অনুষ্ঠান প্রচারের পর থেকেই ভক্তরা নিয়মিত তাকে দেখতে চেয়ে আসছেন।
সেই ধারাবাহিকতায় আগামীকাল থেকে প্রতি শুক্রবার রাত ১০টায় 'আইজ অন স্টুডিও' ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচারিত হবে পডকাস্ট শো 'আমি সোহেল রানা'।
জানা যায়, প্রথম সিজনের বারোটি এপিসোডে দেখা যাবে সোহেল রানাকে। তিনি কথা বলবেন নিজের সিনেমাসহ অভিনেতা ও অভিনেত্রীসহ নানা ঘটনা নিয়ে।
অনুষ্ঠানের বিষয়ে সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ঈদ আয়োজনে পডকাস্টে অংশ নিয়ে দারুণ সাড়া পেয়েছিলাম। অনেকেই বলেছিলেন, আরও শুনতে চান। তাই আবার আসা। এবার বিস্তারিতভাবে বলার সুযোগ পাওয়া গেলো। একদিন আমি থাকবো না, কিন্তু আমার বলা জীবনের এই কথাগুলো থেকে যাবে।
Comments