আজ সন্ধ্যায় শিল্পকলার মঞ্চে প্রাচ্যনাটের ‘খোয়াবনামা’

ছবি: সংগৃহীত

আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক 'খোয়াবনামা'।

প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস 'খোয়াবনামা' অবলম্বনে নাটকটি তৈরি হয়েছে।  

প্রাচ্যনাটের ৩৭তম এই প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

অভিনয় করেছেন সাহানা রহমান সুমি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজিকুন, সাইদুর রহমান শাহীন, রকি খান, ডায়না, শ্রাবণ শামীম, সাইম বিন মুজিবসহ আরও অনেকে। গানের সুর দিয়েছেন রাহুল আনন্দ, সঙ্গীত পরিচালনা করেছেন নীল কামরুল, কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন, মঞ্চ ও আলোক ভাবনায় কাজ করেছেন এবি এস জেম ও ঠান্ডু রায়হান।

লেখক আখতারুজ্জামান ইলিয়াস 'খোয়াবনামা' গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপুণ হাতে। উপন্যাসটি মূলত দেশভাগের (১৯৪৭) কিছু পূর্ব এবং পরবর্তী সময়ের ঘটনা নিয়ে রচিত। এর কাহিনী বগুড়া জেলার একটি ক্ষুদ্র ও প্রত্যন্ত জনপদ নিয়ে বিস্তৃত। বগুড়া জেলার বাঙালি নদীর আশপাশে কিছু গ্রামের মানুষের কাহিনীর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের একটা অংশকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

20h ago