নাটকে প্রথমবার অন্যের সুরে গাইলেন আরফিন রুমি

আরফিন রুমি। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী আরফিন রুমি এবার অন্যের সুরে একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন। 'প্রাণসখিয়া' শিরোনামের গানটিতে তার সহশিল্পী পল্লবী রায়। 

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'সন্ধিক্ষণ' নাটকের জন্য তৈরি হয়েছে গানটি। নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী। 

আরফিন রুমি দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিচালকের কারণে নাটকের গান  করতে রাজি হওয়া। আমার ওপর তার অধিকার আছে। নাটকের সিচুয়েশন অনুযায়ী তিনি গানটির কণ্ঠশিল্পী হিসেবে আমাকেই নির্বাচন করেছেন।'

'আমাদের মধ্যকার সম্পর্ক অন্যরকম। "প্রাণসখিয়া" সুন্দর একটি গান। গানটির কথা ও সুর দারুণ। নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও কণ্ঠশিল্পী পল্লবী রায়ের সঙ্গে গানটি শ্রোতাদের ভালো লাগবে আশা করি,' বলেন তিনি।

'প্রাণসখিয়া' গানটির কথা লিখেছেন ওয়াসিক সৈকত। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। 

আরফিন রুমি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'ছায়া-ছবি', 'তারকাঁটা' সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন। এছাড়া 'সম্রাট' সিনেমার জন্য দুটি গান করেছেন, সবশেষ রাজ পরিচালিত 'ওমর' সিনেমায় গানেও কণ্ঠ দিয়েছিলেন তিনি।

Comments