ডিসেম্বরে আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

আইয়ুব বাচ্চু। ফাইল ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার
আইয়ুব বাচ্চু। ফাইল ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কীংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর একটি অপ্রকাশিত নতুন গান  শিগগির প্রকাশ পাচ্ছে। আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে  নতুন গান।

ভক্তদের জন্য এই আনন্দের সংবাদ নিয়ে এসেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন এই ব্যান্ডতারকা। তবে নানা কারণে প্রকাশ করেননি বা করার সুযোগ পাননি।

সেই অপ্রকাশিত গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম গান 'ইনবক্স' প্রকাশ পাচ্ছে।

গানটির কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। গানের সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু নিজেই। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে।

বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্‌যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি। 

'ইনবক্স' গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চুর ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। গানটির মিউজিক ভিডিও তৈরী করেছেন তানভীর তারেক।

এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বস (আইয়ুব বাচ্চু) বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো চলতি বছর থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে সম্ভব হয়নি। অবশেষে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি বাকি গানগুলো প্রতিমাসে একটা একটা করে প্রকাশ করতে পারব। আর কেউ যদি অপ্রকাশিত গানগুলো স্পন্সর করতে চান তাদের স্বাগত। কারণ, গানগুলোর ভিডিও করতে অনেক অর্থের প্রয়োজন হয়। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।'

 

Comments

The Daily Star  | English
nahid-ctg

NCP attacked in Cox's Bazar for exposing the truth: Nahid

Hasnat says those who ruled Bangladesh in the past planned escape routes abroad

1h ago