এই নভেম্বরেই ফিরছে ব্ল্যাকপিঙ্ক

কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্ক । এএফপি ফাইল ফটো

নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্ক। ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউক সুক এ তথ্য জানিয়েছেন।

ওয়াইজি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় হিউক সুক আনুষ্ঠানিকভাবে জিসু, জেনি, রোজে ও লিসার নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার কথা জানান।

আগে শোনা গিয়েছিল, টানা বিশ্বভ্রমণ কনসার্ট থেকে দুই মাসের বিরতিতে ব্ল্যাকপিঙ্ক নতুন গান রেকর্ডিং ও ভিডিও শুটের কাজে যুক্ত হবে।

এবার ইয়াং হিউক সুক নিজেই জানালেন, নভেম্বরের মধ্যেই নতুন অ্যালবাম প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, 'অনেকেই ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম নিয়ে জানতে চাইছেন। আমি জানি, ব্ল্যাকপিঙ্কের সদস্যরা ও তাদের প্রযোজকরা কঠোর পরিশ্রম করছেন। নভেম্বরের মধ্যেই আমরা অ্যালবাম প্রকাশের জন্য কাজ চালাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করা হবে দ্রুত অ্যালবামটি বের করার।'

সম্প্রতি ব্ল্যাকপিঙ্ক তাদের ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুরের ইউরোপীয় অংশ শেষ করেছে।

এর আগে তারা দক্ষিণ কোরিয়া ও উত্তর আমেরিকায় কনসার্ট করেছে। তাদের পরবর্তী সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, গার্ল গ্রুপটি দেশে ফিরে নতুন গানের কাজে সময় দেবে।

নভেম্বর নাগাদ অ্যালবাম প্রকাশের পর তারা আবার মঞ্চে ফিরবেন। ট্যুর শুরু হবে তাইওয়ানের কাওশিয়াং থেকে, এরপর আরও কিছু এশীয় শহরে কনসার্ট হবে। পুরো ট্যুর শেষ হবে ২০২৬ সালের জানুয়ারিতে, হংকং–এ দুই রাতের শো দিয়ে।

উল্লেখ্য, ব্ল্যাকপিঙ্কের সর্বশেষ প্রকাশিত গান ছিল ডিজিটাল সিঙ্গেল জাম্প। গানটি গত ১১ জুলাই মুক্তি পেয়েছে। তবে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে তাদের শেষ কাজ ছিল দ্বিতীয় স্টুডিও অ্যালবাম 'বর্ন পিঙ্ক' প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর।

Comments

The Daily Star  | English

1 killed in attack on ‘darbar sharif’ in Rajbari

Grave desecrated, corpse exhumed, burnt; govt terms incident ‘abhorrent’, ‘despicable’

3h ago