আবারও করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। এই মেগাস্টার টুইটে এ তথ্য জানিয়েছেন।

তিনি টুইট করেন, আমি সবেমাত্র করোনা পজিটিভি হয়েছি। যারা আমার সঙ্গে এবং আমার চারপাশে ছিলেন দয়া করে নিজেদের নমুনা টেস্ট করান।

বিগ বচ্চন বর্তমানে কন বনেগা ক্রোড়পতির নতুন সিজনের শুটিং করেছেন। এছাড়া, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে অভিনীতে 'ব্রহ্মাস্ত্র' মুক্তির অপেক্ষায় আছে।

এর আগে, ২০২০ সালে বিগ বি করোনার আক্রান্ত হয়েছিলেন। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০২০ সালের জুলাই মাসে ৭৯ বছর বয়সী এই এই অভিনেতার পরেই তার ছেলে অভিষেক বচ্চনও এই ভাইরাসে আক্রান্ত হন।

Comments

The Daily Star  | English

Bangladesh still locked out of key labour markets

Countries including the UAE, Malaysia, Oman and Bahrain have either shut or heavily restricted entry for Bangladeshi workers

8h ago