সেলফি তুলে একরাতে ২০-৩০ লাখ টাকা আয় করেন ওরি

সালমান খানের সঙ্গে ওরির সেলফি। ছবি: সংগৃহীত

সম্প্রতি 'বিগ বস ১৭' তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসেছিলেন বলিউডের রহস্যময় ইনফ্লুয়েন্সার ওরি নামে পরিচিত ওরহান আওয়াত্রামানি। 

বিগ বস হাউজে যাওয়ার আগে সালমানের সঙ্গে মঞ্চে ওরির  খুনসুটি ও কথোপকথন ইন্টারনেটে ঝড় তুলেছে। ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিও।  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

সালমান খানের সঙ্গে কথা বলার সময় ওরি জানান, বিভিন্ন অনুষ্ঠানে তার নিজস্ব পোজে সেলফি তুলে এক রাতে ২০ থেকে ৩০ লাখ রুপি আয় করেন। এ তথ্য শুনে সালমান হতবিহ্বল হয়ে পড়েন। 

নিজেকে উদ্দেশ্য করে সালমান বলেন, 'কিছু শেখো সালমান। দুনিয়া কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তুমি সেলফি তুলে টাকা পাচ্ছ, আমি কেন এই কাজ করছি না?' 

তারপর সালমান ওরির কাছে জানতে চান, তার সঙ্গে সেলফি তুলে মানুষের কী লাভ হয়। উত্তরে ওরি জানান, তার স্পর্শ পেলে মানুষের মনে হয় তাদের বয়স কমছে, এমনকি তাদের অসুস্থতাও নাকি কমে যায়। 

কয়টি ফোন ব্যবহার করেন জানতে চাইলে ওরি বলেন, 'আমার তিনটি ফোন। একটি সকালে, একটি দুপুরে ও একটি রাতে ব্যবহার করি, যেন ফোনের চার্জ শেষ না হয়ে যায়।' 

সালমান তখন জানতে চান, এতগুলো ফোন দিয়ে ওরি কী করেন। ওরি বলেন, 'ভালো ছবির অনেক সুবিধা আছে। মুহূর্তগুলো যেমন ধরে রাখা যায়, ছবিগুলোও থেকে যায় আজীবন। ভালো ছবি তোলো, ভালো এডিট করো, পোস্ট করো।' 

কার জন্য ছবি তোলেন জানতে চাইলে তিনি বলেন, 'তোমাদের জন্য, আমার নিজের জন্য।' 

সালমান রসিকতা করে বলেন, 'কিন্তু আমি তো দেখতে চাই না তোমার ছবি।'  

সালমানকে অবাক করে দিয়ে ওরি জানান, তার ৫ জন ম্যানেজার আছে। ম্যানেজারদের কাজ কী জানতে চাইলে ওরি বলেন, 'দুই জন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একজন পিআর ম্যানেজার, একজন ব্র্যান্ড ম্যানেজার ও একজন ফুড ম্যানেজার।'

'ফুড ম্যানেজারের কাজ ওরি কী খাচ্ছেন, তা দেখে রাখা। রেস্টুরেন্টে গেলে ফুড ম্যানেজার তাদের ফোন দিয়ে জানিয়ে দেন আমাকে কতটুকু খাবার দিতে হবে।' 

মঞ্চ ত্যাগ করার আগে ওরি সালমান খানের সঙ্গেও সেলফি তোলেন। তখন তার বিশেষ পোজটি দিতে নিষেধ করেন সালমান। সেলফিতে দেখা গেছে সালমানকে স্পর্শ করা ছাড়াই তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন ওরি।  

তবে 'বিগ বস' এর সর্বশেষ পর্বে প্রতিযোগী ও দর্শকদের আবাক করে আরবাজ খান ও সোহেল খান জানান, ওরি আসলে কোনো ওয়াইল্ড কার্ড এন্ট্রি নন, বরং দুই দিনের জন্য বিগ বসের ঘরে অতিথি হয়ে এসেছিলেন তিনি। 

দুইদিনেই বিগ বসের প্রতিযোগীদের মন জয় করে নেন ওরি। ওরিকে বিদায় জানানোর সময় 'বিগ বস' হাউজে আবেগঘন পরিবেশ তৈরি হয়। 

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইংলিশ জার্গান 

Comments

The Daily Star  | English

Protesters set Nepal parliament on fire

Hundreds have breached the parliament area and torched the main building, a spokesman for the Parliament Secretariat says

23m ago