বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ

গোবিন্দ। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। তার ম্যানেজার ও পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলভারের গুলি তার পায়ে আঘাত করে।

পুলিশের এক কর্মকর্তা জানান, আজ ভোর পৌনে ৫টার দিকে মুম্বাইয়ের জুহুর বাসা থেকে বের হওয়ার সময় গোবিন্দর রিভলভার থেকে ভুলে গুলি বের হয়ে যায়।

তবে এ ঘটনায় অভিনেতা কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।

ওই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, ৬০ বছর বয়সী এই অভিনেতাকে প্রথমে বাসার কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।

গোবিন্দর ম্যানেজার বলেন, 'কলকাতায় একটি শো-এর জন্য আমাদের সকাল ৬টায় ফ্লাইট ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ যখন বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে।'

'রিভলভারটি আলমারিতে রাখার সময় নিচে পড়ে যায় এবং ভুলবশত গুলি বের হয়ে যায়। তবে ঈশ্বরের অনুগ্রহ যে গোবিন্দ শুধু পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আঘাতটি গুরুতর না', যোগ করেন তিনি।
 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

12h ago