শাহরুখের জন্মদিনের বিশেষ পার্টিতে থাকছেন যে তারকারা

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

ভক্তদের কাছে শাহরুখ খান 'কিং খান', 'বলিউড বাদশাহ' বা 'কিং অব রোমান্স'। প্রতি জন্মদিনে তার বাসভবন মান্নাতের সামনে অসংখ্য ভক্ত ভিড় করেন।

প্রিয় নায়ককে এক পলক দেখতে বা শুভেচ্ছা জানাতে ছুটে আসেন তারা। আজ শনিবার চিরতরুণ নন্দিত এই অভিনেতা আজ ৫৯ পূর্ণ করলেন।  

শাহরুখ খানের ভক্তরা গতকাল সন্ধ্যা থেকে ছুটে গেছেন মান্নাতের সামনে। যদিও এখন পর্যন্ত 'কিং খান' আসেননি মান্নাতের বারান্দায়। ভক্তরা নিজেদের মতো উদযাপন করতে যাচ্ছেন এবারের জন্মদিন।

অতীতের জন্মদিনে শাহরুখের সঙ্গে করন জোহর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা, গৌরী খান, কাজল আনন্দ ও ফারাহ খান। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, মান্নাতে বড় এক পার্টির আয়োজন করেছেন শাহরুখ। কারণ, জন্মদিনের আগ মুহূর্তে চলে এসেছে দিওয়ালি। তাই দুই উৎসব উপলক্ষে ঝলমলে আলোয় সাজিয়ে তোলা হয়েছে অভিনেতার বাসভবন। 

আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড সতীর্থদের। সে তালিকায় আছেন করণ জোহর, কাজল, অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, রণবীর কাপুরসহ অনেকে। পাশাপাশি দেশের বাইরের বেশ কয়েকজন শিল্পী ও ব্যবসায়ী রয়েছে সেই আমন্ত্রণের তালিকায়।

একটি বিশেষ থিম নিয়ে জন্মদিনের সমস্ত আয়োজন করেছেন শাহরুখ পত্নী গৌরী খান। তার পরিকল্পনা অনুযায়ী পার্টিতে রাখা হয়েছে শাহরুখের দুই সন্তান আরিয়ান ও সুহানার পারফরম্যান্স।

শাহরুখ খানের জন্য গত বছরটা ছিল স্পেশাল। ২০২৩ সালে 'পাঠান' ও 'জওয়ান' দুটি সিনেমা দিয়ে হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে। 'ডাঙ্কি' সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার প্রদর্শন করেছেন। 

আগামীতে শাহরুখ খানকে দেখা যাবে 'দ্য কিং' সিনেমায়। যেখানে তার সঙ্গে পর্দা ভাগ করবেন মেয়ে সুহানা খান। সিনেমার পরিচালক সুজয় ঘোষ। ২০২৬ সালে বড় পর্দায় মুক্তি পাবে কিং খানের নতুন সিনেমা 'দ্য কিং'।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

1h ago