উরফি জাভেদকে হুমকি, আইনি ব্যবস্থা নেবেন অভিনেত্রী

উরফি জাভেদ। ছবি: সংগৃহীত

সাহসী স্বভাবের কারণে অভিনেত্রী ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ অনেকবার অনলাইনে হয়রানি ও ট্রলের শিকার হয়েছেন। এবার তিনি মুখ খুললেন এমন এক ব্যক্তির বিরুদ্ধে, যে তার ছবি বিকৃত করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি ওই ব্যক্তির প্রোফাইলের স্ক্রিনশটসহ পুরো ঘটনার বিবরণ শেয়ার করেন।

তিনি লেখেন, 'এই লোকটি আমার ছবি বিকৃত করে আপলোড করার হুমকি দিচ্ছে (একটি ছবি বানিয়ে আমাকে পাঠিয়েছে)। বিশ্বাস করতে পারছি না, আজকালকার প্রযুক্তি ব্যবহার করে এরা কী করছে।'

ওই পোস্টে উরফি আরও জানান, তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন।

তিনি অন্যদের উদ্দেশে লেখেন, 'আপনারা যদি এমন পরিস্থিতিতে পড়েন, দয়া করে ভয় পাবেন না। সরাসরি অভিযোগ করুন। সমস্যা আপনারা নন, সমস্যা হলো এ ধরনের মানুষের, যারা সমাজের জন্য কলঙ্ক।'

কেন বারবার ট্রলের শিকার হচ্ছেন উরফি

উরফির সাহসী স্বভাব ও বক্তব্যের কারণে তিনি বারবার অনলাইনে সমালোচনা ও হয়রানির মুখে পড়েন। তবুও সবসময় নারীদের নিরাপত্তা ও ডিজিটাল হয়রানির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। পাশাপাশি সামাজিকমাধ্যমে নানা বিষয়ে মতামত প্রকাশ করেন।

ব্যক্তিগত জীবন

সম্প্রতি উরফি তার ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে আসেন। তিনি জানান, বর্তমানে দিল্লিতে বসবাসরত এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে আছেন।

কাজের দিক থেকে

সবশেষে উরফি দেখা গিয়েছিলো রিয়েলিটি শো দ্য ট্রেইটর্স ইন্ডিয়াতে। যেখানে তিনি ও পোকার খেলোয়াড় নিকিতা লুথার বিজয়ী হন। তবে তার পরবর্তী কোনো কাজ নিয়ে এখনো কোনো ঘোষণা দেননি।

Comments