স্কুবা ডাইভিং কেড়ে নিলো জুবিন গার্গের প্রাণ

বলিউডের জনপ্রিয় গায়ক, আসামের সাংস্কৃতিক আইকন জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জুবিনের মৃত্যুর সংবাদে গোটা ভারতজুড়ে, বিশেষ করে আসাম ও উত্তর-পূর্বাঞ্চলে নেমে এসেছে শোকের ছায়া।
খবরে জানা গেছে, সিঙ্গাপুরে ডুবন্ত অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়। তবে আইসিইউতে ভর্তি করার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
জুবিন গার্গ নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন, যেখানে তার গান গাওয়ার কথা ছিল।
দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাষায় গান গেয়ে আসছিলেন জুবিন। ২০০৬ সালের বলিউড সিনেমার 'ইয়া আলি' গান দিয়ে পরিচিতি পান। তবে আসামে তার জনপ্রিয়তা অনেক বেশি।
গায়ক ছাড়াও তিনি ছিলেন সুরকার, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী। তরুণদের সমস্যা ও সামাজিক ইস্যুতেও তিনি সরব ছিলেন। তার গান ও কাজ আসাম ও উত্তর-পূর্বাঞ্চলের সংস্কৃতি, আবেগ ও সংগ্রামী মানসিকতাকে তুলে ধরেছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে ভক্ত, শিল্পী, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেন। অনেকে এই ক্ষতিকে 'অপূরণীয়' বলে বর্ণনা করেছেন।
Comments