৬ দিনে কত আয় করল পবণ কল্যাণের ওজি

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা পবণ কল্যাণ অভিনীত দে কল হিম ওজি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ভারতে ৬৩ কোটি ৭৫ লাখ রুপি আয় করে। তারপর কেটে গেছে আরও পাঁচদিন।
৬ দিনে ওজির বক্স অফিস কালেকশন
তেলেগু অ্যাকশন-থ্রিলার সিনেমাটি মুক্তির পর থেকে আলোচনায় আছে। অভিনেতা-রাজনীতিক পবণ কল্যাণ অনেকদিন পর আবার গ্যাংস্টার চরিত্রে ফিরেছেন। ২০১১ সালের পর এই প্রথম গ্যাংস্টারভিত্তিক কোনো সিনেমাতে অভিনয় করলেন তিনি।
সিনেমাটির আরেকটি আকর্ষণ হলো বলিউড অভিনেতা ইমরান হাশমির তেলেগু সিনেমায় অভিষেক।
আয়ের হিসাবে, সিনেমাটি মুক্তির দিনে আয় করে ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় দিনের আয় ১৮ কোটি ৭৫ লাখ রুপি। তবে সপ্তাহ শেষের দিকে আয় কিছুটা কমে আসে। ষষ্ঠ দিনে আয় হয়েছে ৫ কোটি ৮৮ লাখ রুপি। ফলে ভারতের বক্স অফিসে ছয় দিনে মোট আয় দাঁড়িয়েছে ১৫০ কোটি।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত সিনেমাটির আয় ২৩৭ কোটি রুপি, যার মধ্যে ভারতের বাইরে ৬০ কোটি ৫০ লাখ এবং ভারতের ভেতরে ১৭৬ কোটি ৮০ লাখ রুপি। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহের মধ্যে সিনেমাটির আয় ৪০০ থেকে ৫০০ কোটির ঘরে পৌঁছাবে।
সিনেমার কাহিনী
দে কল হিম ওজি সিনেমার গল্প ঘুরপাক খাচ্ছে গ্যাংস্টার ওজাস গম্ভীর ওরফে ওজিকে ঘিরে। ১১ বছর ধরে নিখোঁজ থাকার পর হঠাৎ সে মুম্বাই ফিরে আসে। তবে এবার সে কেবল ফিরে আসেনি, বরং প্রতিশোধ নিতে ফিরেছে। তার একমাত্র লক্ষ্য, মুম্বাইয়ের নতুন ক্রাইম বস ওমি ভাউকে ধ্বংস করা। ছবিতে পবণ কল্যাণ অভিনয় করেছেন ওজাস গম্ভীর ওজি চরিত্রে। আর ইমরান হাশমি ওমি ভাউ চরিত্রে তেলেগু সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন।
Comments