পাঞ্জাবের জনপ্রিয় অভিনেতা ভারিন্দর সিং মারা গেছেন

ভারতের জনপ্রিয় অভিনেতা ভারিন্দর সিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি সালমান খানের 'টাইগার ৩' সিনেমাতে অভিনয় করেছিলেন।
পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বর্তমান পার্লামেন্ট সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া বৃহস্পতিবার সন্ধ্যায় এক্সে (সাবেক টুইটার) ঘুমানের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভারিন্দর সিং হৃদরোগে আক্রান্ত হয়ে অমৃতসরের ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
ਪੰਜਾਬ ਦੇ ਮਸ਼ਹੂਰ ਬਾਡੀਬਿਲਡਰ ਤੇ ਅਦਾਕਾਰ ਵਰਿੰਦਰ ਸਿੰਘ ਘੁੰਮਣ ਜੀ ਦੇ ਅਚਾਨਕ ਦੇਹਾਂਤ ਦੀ ਖ਼ਬਰ ਸੁਣ ਕੇ ਦਿਲ ਬਹੁਤ ਦੁਖੀ ਹੈ।
ਉਹਨਾਂ ਨੇ ਆਪਣੀ ਸਖ਼ਤ ਮਿਹਨਤ, ਅਨੁਸ਼ਾਸਨ ਤੇ ਕਾਬਲੀਅਤ ਨਾਲ ਪੰਜਾਬ ਦਾ ਨਾਮ ਦੁਨੀਆ ਭਰ 'ਚ ਰੌਸ਼ਨ ਕੀਤਾ।
ਵਾਹਿਗੁਰੂ ਜੀ ਉਹਨਾਂ ਦੀ ਆਤਮਾ ਨੂੰ ਚਰਣਾਂ ਵਿੱਚ ਨਿਵਾਸ ਬਖ਼ਸ਼ਣ ਤੇ ਪਰਿਵਾਰ ਨੂੰ ਇਹ ਦੁਖਦਾਇਕ ਭਾਣਾ… pic.twitter.com/ZVQHUNWVf6
— Sukhjinder Singh Randhawa (@Sukhjinder_INC) October 9, 2025
ভারিন্দর সিং ছিলেন পেশাদার বডিবিল্ডার ও অভিনেতা। তিনি ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জেতেন এবং মিস্টার এশিয়া প্রতিযোগিতায় রানার-আপ হন।
২০১২ সালে মুক্তি পাওয়া কাবাডি অনস মোর ছিল তার প্রথম পাঞ্জাবি সিনেমা। এরপর তিনি বলিউডের কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন।
Comments