ধর্মেন্দ্রর মিথ্যা মৃত্যুর খবরে ক্ষোভ জানালেন স্ত্রী হেমা ও মেয়ে এশা
ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন অভিনেতার মেয়ে এশা দেওল। তিনি জানান, 'বাবা সুস্থ হয়ে উঠছেন।'
ধর্মেন্দ্রর মৃত্যুর সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন তার সহধর্মিণী অভিনেত্রী হেমা মালিনীও।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, 'যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি—যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন, তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।'
গতকাল রাত থেকেই ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়াতে থাকে। আজ সকাল থেকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র সিং দেওল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তার মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়।
এ সপ্তাহের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে সালমান খান, শাহরুখ খান, আরিয়ান খান, গোবিন্দ ও আমিশা প্যাটেল হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর হেমা মালিনী, সানি দেওল ও পুরো পরিবার হাসপাতালে উপস্থিত ছিলেন।
বলিউডের 'হি-ম্যান' হিসেবে পরিচিত ধর্মেন্দ্র ছয় দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন। ধর্মেন্দ্র অভিনীত সিনেমার সংখ্যা প্রায় ২৪৭টি।


Comments