ভিলেন থেকে নায়ক জসিম

Actor-Jasim
চিত্রনায়ক জসিম। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সোনালী সময়ের দাপুটে নায়ক জসিম। ভিলেন হিসেবে সিনেমায় নাম লিখিয়ে তিনি হয়ে উঠেছিলেন নায়ক।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আড্ডায় জসিমের ভিলেন থেকে নায়ক হয়ে ওঠার গল্প বলেছেন খ্যাতিমান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

'সিনেমায় জসিম প্রথম এসেছিল নায়ক রাজ্জাক ভাইয়ের হাত ধরে "রংবাজ" সিনেমায়। তাকে ভিলেন হিসেবে প্রথম আমরা সিনেমায় দেখলাম। তারপরে "রাজ দুলারী" সিনেমায় তাকে ভিলেন হিসেবে দেখা গেলো। এই সিনেমায় নায়ক-নায়িকা ছিলেন ওয়াসিম ও শাবানা।'

'"রাজ দুলারী"র শুটিংয়ে শুট-বুট-হ্যাট-জ্যাকেট পরিহিত জসিমকে দেখে তখনকার তামিলের আলোচিত নায়ক শিবাজী গণেশের মতো লাগছিল। সেই কথা বলতেই খুব আনন্দিত হন জসিম।'

'তখন আমি শুধু সিনেমার গল্পই লিখতাম। জসিমকে বলেছিলাম, কোনোদিন সিনেমা বানালে তাকে নায়ক করে অবশ্যই সিনেমা বানাবো।'

'একটা সময় সেই সুযোগ আসলো। গল্প লেখার পাশাপাশি "ওমর শরীফ" পরিচালনা করার সুযোগ পেলাম। নায়ক ওয়াসিমের পাশাপাশি জসিমকে নায়ক নিয়ে সিনেমাটা বানালাম। সিনেমায় জসিমের একটা গান ছিল। কিন্তু তিনি গানটা রাখতে চাচ্ছিলেন এই ভয়ে যে, মানুষ নায়ক হিসেবে তাকে হয়তো গ্রহণ করবে না।'

'কিন্তু আমার জিদ ছিল, গান থাকবেই। সিনেমা মুক্তির পর উল্টো ঘটনা ঘটলো। মানুষ খুব পছন্দ করল তার গানের দৃশ্য। তার সঙ্গে গুলিস্তানের একটি হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। দর্শকদের উচ্ছ্বাস দেখে কেঁদে ফেলেছিলেন জসিম।'

'"ওমর শরীফ" ভালো ব্যবসা করেছিল। তারপর নায়ক হিসেবে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সিনেমায় জসিম অনেক অবদান রেখেছেন।'

চিত্রনায়ক জসিম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন।

আজ এই নায়কের জন্মদিন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জসিম। তার নামে বিএফডিসিতে রয়েছে 'মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর'।

১৯৭২ সালে 'দেবর' চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় জসিমের। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'রংবাজ', 'দোস্ত দুশমন', 'বারুদ', 'বদলা', 'কসাই', 'দোস্তি', 'প্রতিহিংসা', 'মান-সম্মান' ইত্যাদি।

চিত্রনায়ক জসিম ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান।

জসিমের স্ত্রী নাসরিন। তাদের তিন ছেলে রাহুল, রাতুল ও সামী। গত ২৭ জুলাই রাজধানীর উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাতুল।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

1h ago