স্বাধীনতার পর কোনো বাংলা সিনেমায় এমন মেকআপ-গেটআপ হয়নি:  তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি। ছবি: স্টার

চট্টগ্রামে ২০১১ সালে এক নারীকে গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। সেই সময়ে ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল। নির্মাতা রায়হান খান সেই সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করছেন 'ট্রাইব্যুনাল'।

অভিনেত্রী তানিয়া বৃষ্টি 'ট্রাইব্যুনাল' সিনেমায় 'জেসমিন' চরিত্রে অভিনয় করছেন। চরিত্র হয়ে উঠতে বেশ পরিশ্রম করছেন তিনি।

সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, নুসরাত ফারিয়া, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমা, মিলন ভট্টাচার্যসহ অনেকেই।

আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

২০১৫ সালে আকরাম খান পরিচালিত 'ঘাসফুল' সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির।

দ্য ডেইলি স্টারের সঙ্গে তার আলাপচারিতায় উঠে এসেছে 'ট্রাইব্যুনাল' সিনেমায় অভিনয়, প্রস্তুতি, নিজের চরিত্র নিয়ে নানা তথ্য।

তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

অন্য সিনেমা থেকে 'ট্রাইব্যুনাল'-এ আলাদা কী আছে বলে আপনার মনে হচ্ছে?

'ট্রাইব্যুনাল' সিনেমায় যে মেকআপ ও গেটআপ ব্যবহার করা হয়েছে, সেটা ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত যতোগুলো বাংলা ছবি হয়েছে তার একটাতেও দেখা যায়নি। আমার মনে হয়, সিনেমায় এই মেকআপ ও গেটআপ দেখার জন্য হলেও দর্শকের হলে আসা উচিত।

এই সিনেমার একটা দৃশ্য বাদ গেলে পুরো সিনেমাটা দেখা মিস হয়ে যাবে। প্রতিটা দৃশ্য এই সিনেমায় গুরুত্বপূর্ণ।

'জেসমিন' চরিত্র নিয়ে জানতে চাই।

একটা চরিত্র নিয়ে এতো গভীরভাবে ভাবা যায়, সেটা এই সিনেমায় অভিনয় না করলে জানা হতো না। পরিচালক রায়হান খান যখন সিনেমার গল্প শোনান, তখনই রাজি হয়ে যাই অভিনয় করতে। এই চরিত্র হয়ে ওঠার জন্য তারিক আনাম খান স্যারের এক মাসের একটা ওয়ার্কশপ করেছি।

সিনেমায় মেয়েটির চরিত্রটার যে ধাক্কা দেয়, তার যে কষ্ট-বেদনা, মেয়েটার   যে জার্নি সেটা বোঝার জন্য হাসপাতালে গিয়ে তার মতো মানুষের সঙ্গে মিশেছি, তাদের হাত ধরে চুপচাপ বসে থেকেছি। তাদের হাঁটাচলা, কথাবলা রপ্ত করার চেষ্টা করেছি।

চরিত্রটি হয়ে উঠতে যা যা করা প্রয়োজন তার সবকিছু করেছি। যেহেতু এখনো শুটিং বাকি আছে, দেখা যাক কতোখানি দিতে পারি।

‘ট্রাইব্যুনাল’ সিনেমা নিয়ে সংবাদ সম্মেলন। ছবি: স্টার

ছোটপর্দায় আপনাকে আর দেখা যাবে না?

সিনেমাটা আমি নিয়মিত করতে চাই। কিন্তু, নাটকে অভিনয়ও ছাড়তে চাই না। কারণ, এই ছোটপর্দার নাটক থেকেই আমার পরিচিতি তৈরি হয়েছে। সিনেমায় অভিনয় করলে হয়তো কিছুদিনের বিরতি থাকবে, কিন্তু নাটক একেবারে ছেড়ে যেতে চাই না।

আমার আগে যারা নাটক থেকে সিনেমায় গিয়েছেন, তারাও সব মাধ্যমে কাজ করছেন। তাদের পথ অনুসরণ করেই এগিয়ে যেতে চাই।

তানিয়া বৃষ্টি। ছবি: স্টার

সিনেমাটি ঈদে মুক্তি দেওয়া কী একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে?

গত ঈদে 'উৎসব' দেখার পর আমার মনে হয়েছে, দর্শক এখন গল্পপ্রধান  সিনেমা বেশি পছন্দ করছেন। সেই জায়গা থেকে এই সিনেমার গল্প দর্শক পছন্দ করবে বলে আমার বিশ্বাস রয়েছে।

আর চ্যালেঞ্জ না থাকলে কোনো কাজে মজা থাকে না। দর্শক এই গল্পপ্রধান সিনেমা দেখবে বলে আমার ধারণা। 'ট্রাইব্যুনাল' সিনেমার মাধ্যমে ভালো গল্প ও চরিত্র পাওয়ার জন্য আমার অপেক্ষা শেষ হলো।

সিনেমার পরিচালক রায়হান খানকে আমি গুরু মানি। কারণ, তার হাত ধরেই আমার প্রথম কাজ হয়েছিল। আমাকে এই সিনেমার জন্য ভেবেছেন, একটা চরিত্র দিয়েছেন, এটা আমার জন্য পরমপ্রাপ্তি।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago