দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের ৩ নাটকের শুটিং

ইয়াশ রোহান ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

তিনটি নাটকের শুটিংয়ে দক্ষিণ কোরিয়া গেছেন ইয়াশ রোহান ও তানিয়া বৃষ্টি। 

আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে 'লাভ লক', 'মনে পড়ে তোমাকে' এবং তানিম রহমানের গল্পে 'রিফ্লেকশন অব লাভ' এই তিনটি নাটকের শুটিং হচ্ছে সিওল, জিওং সিওং, ডিএমজি অঞ্চলে।

নাটকগুলো পরিচালনা করছেন হাসান রেজাউল। গত ১৩ আগস্ট শুটিং ইউনিট নিয়ে তিনি দক্ষিণ কোরিয়া গেছেন।

নাট্যকার আহমেদ তাওকীর বলেন, 'লাভ লক, মনে পড়ে তোমাকে-দুটি গল্পই রোমান্টিক। এর আগে আমার লেখা একাধিক নারী প্রধান গল্প দর্শকনন্দিত হয়েছে। এবার রোমান্টিক গল্প বেজ করে নাটক দুটির প্লট সাজিয়েছি। আশা করছি দর্শকরা ভিন্নতা পাবেন।'

নাটকগুলো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। তারপর ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago