ইয়াশ খুব ঠান্ডা মাথার মানুষ: তটিনী

তানজিম সাইয়ারা তটিনী। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

তটিনী এই প্রজন্মের একজন অভিনেত্রী। অল্প কয়েক বছর ধরে অভিনয় করছেন। কিন্তু, দর্শকপ্রিয়তায় অনেক দূর পৌঁছে গেছেন ইতোমধ্যে। বেশকিছু নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

গত ঈদে তার অভিনীত 'নয়নতারা' নাটকটি ব্যাপক আলোচিত হয়। তটিনীর অভিনয়ও সবার দৃষ্টি কাড়ে। নাটকটি পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

তটিনী বলেন, '"নয়নতারা" নাটকে অভিনয় করে সবার ভালোবাসা পেয়েছি। অসম্ভব প্রশংসা পেয়েছি। "নয়নতারা" দর্শকদের মন ছুঁয়ে গেছে—এটা আমার জন্য অনেক আনন্দের।'

তানজিম সাইয়ারা তটিনী। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত 'ভিতরে বাইরে' নাটকটি গত ঈদে প্রচার হয়েছে। এই নাটকে তটিনী অভিনয় করেছেন। 'নয়নতারা'র মতো 'ভিতরে বাইরে' নাটকটিও দর্শক গ্রহণ করেছেন।

তটিনী বলেন, 'সত্যি কথা বলতে, গত ঈদে অল্প কয়েকটি নাটক প্রচার হয়েছে। তার মধ্যে "ভিতরে বাইরে" নাটকটি করেও একধরণের তৃপ্তি পেয়েছি, ভালোলাগা পেয়েছি। এই নাটকটিও সবাইকে ছুঁয়ে গেছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মিডিয়ায় আমার পথচলা সবমিলিয়ে পাঁচ বছরের। কিন্তু অভিনয় করছি অল্প কয়েক বছর ধরে।'

অল্প দিনের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসা অনেক বেশি পাওয়া হয়ে গেল কি-না? এমন প্রশ্নের জবাবে তটিনী বলেন, 'অভিনয় ক্যারিয়ারে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি। কয়েক বছরের ক্যারিয়ার হিসেবে মানুষের ভালোবাসা বেশিই পেয়েছি। অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা মুগ্ধ করার মতো ঘটনা।'

অভিনয় নিয়ে স্বপ্নের কথা জানতে চাইলে তটিনী বলেন, 'অভিনয় করে যেতে চাই। দর্শকদের ভালোবাসা নিয়ে থাকতে চাই। পরিপূর্ণ একজন শিল্পী হতে চাই।'

নাটকের বাইরে ওটিটিতেও কাজ করে যেতে চান তিনি। খুব শিগগির শুরু করবেন নতুন ওয়েব সিরিজের শুটিং।

তিনি বলেন, 'শুটিং হওয়ার পরই সব বলতে পারব। তবে, সামনে ওটিটির কাজ হবে। ঈদের পর শুটিং শুরু করিনি সেভাবে। আশা করছি সামনে ভালো কিছু দিয়ে শুরু করব।'

তানজিম সাইয়ারা তটিনী। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

তটিনী অভিনীত অনেকগুলো নাটক ইতোমধ্যে প্রচার হয়েছে। বেশ কয়েকজন নায়কের বিপরীতে তিনি অভিনয় করেছেন। তবে, ইয়াশ রোহানের সঙ্গে তার জুটিটাকে বেশি পছন্দ করেছেন দর্শক।

সহশিল্পী ইয়াশ রোহান সম্পর্কে তটিনী বলেন, 'ইয়াশ খুব ঠান্ডা মাথার মানুষ। অভিনেতা হিসেবে ভীষণ ভালো। তার সঙ্গে অভিনয় করে ভালো লাগে।'

জুটি প্রথাকে কীভাবে দেখছেন?—জবাবে তটিনী বলেন, 'জুটি প্রথা মন্দ না, ভালোই তো। জুটি গড়ে ওঠে যদি দর্শক পছন্দ করে। এ দিক দিয়ে আমি এটাকে ইতিবাচকভাবেই দেখি।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

6h ago